দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ওটিস গিবসনসহ পুরো কোচিং এবং ম্যানেজমেন্ট স্টাফকে বরখাস্ত করা হয়েছে।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের ভরাডুবির পর গত সপ্তাহে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। দশ দলের বিশ্বকাপে নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে প্রোটিয়ারা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়- ফুটবল আদলে একজন টিম ম্যানেজার নিয়োগ দেয়া হবে। যিনি কোচিং স্টাফ, এক বা একাধিক অধিনায়ক নির্বাচন, মেডিকেল টিম এবং প্রশাসনিক কর্মকর্তা নিয়োগসহ জাতীয় দলের সব কিছুর দায়িত্ব পালন করবেন। টিম ম্যানেজার নতুন সৃষ্টি করা ক্রিকেট ডিরেক্টরের কাছে রিপোর্ট করবেন।
স্থায়ীভাবে নতুন ম্যানেজার নিয়োগ না দেয়া পর্যন্ত ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় কোরি ভ্যান জিল। ভ্যান জিল এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী থাবাং মোরোয়ে আগামী মাসে ভারত সফরের জন্য অস্থায়ীভাবে দল নির্বাচন প্যানেল এবং অধিনায়কসহ একটি অন্তর্বর্তীকালীন টিম ম্যানেজমেন্ট নিয়োগ দেবেন।
কোচসহ বর্তমান টিম ম্যানেজমেন্টের কাউকেই পুনর্বহাল করা হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ও কোচ গিবসনকে ২০১৭ সালে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় দক্ষিণ আফ্রিকা। আগামী মাসে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।