ডেঙ্গুর সঙ্গে যুদ্ধে সচেতনতাকেই প্রধান মানছেন সাব্বির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৩ আগস্ট ২০১৯
ডেঙ্গুর সঙ্গে যুদ্ধে সচেতনতাকেই প্রধান মানছেন সাব্বির

চলতি মৌসুমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। মারাও গেছেন বেশ ক'জন। এমতাবস্থায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিকেই মুখ্য মানছেন বাংলাদেশ ক্রিকেট দলের ‘স্টাইলিশ ব্যাটসম্যান’ সাব্বির রহমান। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমনটাই জানান।

সাব্বির লিখেছেন, ঢাকার পাশাপাশি বাইরের জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগীরা। তবে অনেকে হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

সবাইকে অনুরোধ জানাচ্ছি, ডেঙ্গুতে আক্রান্ত হলে বা লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কলের [সকলের] সচেতনতাই মুখ্য। মহান সৃষ্টিকর্তা সবাইকে হেফাজতে রাখুন।

গত বৃহস্পতিবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন সাকিব আল হাসান। সেখানে ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সমাজের প্রতিষ্ঠিত ও সচেতন মানুষদেরই এগিয়ে আসার আহ্বান জানান বিশ্বসেরা অলরাউন্ডার।

 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের কোচ : আবেদন পড়েছে ২ হাজার

ভারতের কোচ : আবেদন পড়েছে ২ হাজার

পরিকল্পনা গ্রহণের এখনই সেরা সময় : সাকিব

পরিকল্পনা গ্রহণের এখনই সেরা সময় : সাকিব

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে যেতে পারে শ্রীলঙ্কা

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে যেতে পারে শ্রীলঙ্কা

ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে জুনিয়র টাইগাররা

ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে জুনিয়র টাইগাররা