ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে জুনিয়র টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ এএম, ০২ আগস্ট ২০১৯
ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে জুনিয়র টাইগাররা

বিশ্বকাপ আশা পূরণ করতে পারেনি। আর শ্রীলঙ্কায় তো হোয়াইটওয়াশ। জাতীয় দল যখন এমন হতাশার বৃত্তে বন্দী সে সময় আশার গল্প নিয়ে এলো জুনিয়ররা। যুব ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে বৃহস্পতিবার আরেকটি সহজ পেয়েছে জুনিয়র টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নেমে শতক হাঁকান তানজিদ হোসেন। ব্যাটিং শেষে দাপট দেখিয়েছেন বোলাররাও। ফলাফল- টুর্নামেন্টে তৃতীয়বারের মতো ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭২ রানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে গেছে জুনিয়র টাইগাররা।

এসেক্সে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল করে ২২৪ রান। জবাবে নেমে মাত্র ১৫২ রানে অলআউট ইংলিশরা।

বর্তমানে ৬ ম্যাচে ৯ পয়েন্ট সবার ওপরে বাংলাদেশ। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তার পরই ভারত।

সোমবার ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ভারত।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.১ ওভারে ২২৪/১০ (তানজিদ ১১৭, পারভেজ ৪, মাহমুদুল ৪১, হৃদয় ৩১, শাহাদাত ০, আকবর ১১, শামিম ১, মৃত্যুঞ্জয় ০, তানজিম ১, রাকিবুল ২, শাহিন ১*; কিম্বার ৫/৩৮, কালেন ১/৩৯, হিল ১/৩৪)
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৩৯ ওভারে ১৫২/১০ (চার্লসওয়ার্থ ৪, ক্লার্ক ৪, মোজলি ১৭, হেইন্স ৪০, গোল্ডসওয়ার্থি ২, হিল ১, বল্ডারসন ১৮, বিন ৩০, কিম্বার ১১, কালেন ৬*; তানজিম ৩/২৮, শাহিন ২/২৯, মৃত্যুঞ্জয় ২/২৩, রাকিবুল ৩/১৯)
ফল: ৭২ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের সঙ্গে সময়টা ভালোই কেটেছে : ওয়ালশ

বাংলাদেশের সঙ্গে সময়টা ভালোই কেটেছে : ওয়ালশ

স্পিন কিংবদন্তি মুরালিধরনের জীবনী নিয়ে আসছে সিনেমা

স্পিন কিংবদন্তি মুরালিধরনের জীবনী নিয়ে আসছে সিনেমা

সাকিব মনে করেন তামিমের বিশ্রাম প্রয়োজন

সাকিব মনে করেন তামিমের বিশ্রাম প্রয়োজন

‘লঙ্কাওয়াশ’ হলো বাংলাদেশ

‘লঙ্কাওয়াশ’ হলো বাংলাদেশ