জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ওপর আইসিসি যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যাতে তুলে নেয়া হয় সে চেষ্টা চালিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। আসছে সেপ্টেম্বরে বাংলাদেশে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজও ধরে নেয়া যায় বাতিল হয়েছে এ নিষেধাজ্ঞার কারণে। তবে জিম্বাবুয়ে যেহেতু চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই এখনও আশা দেখছে বিসিবি।
বোর্ডের নির্বাচন আর প্রশাসনিক কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ আছে- আইসিসির তদন্তে এই অভিযোগের সত্যতা উঠে আসার পরই বহিষ্কার করা হয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নির্বাসিত দেশটি।
তবে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে কি না তা জানা যাবে অক্টোবরে। ওই সময় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি। এমন অনিশ্চয়তার মাঝেও বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আশাবাদী জিম্বাবুয়ে।
বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন বলেন, 'জিম্বাবুয়ের ওপর কিছু নিষেধাজ্ঞা এসেছে। তারা আমাদের জানিয়েছে বিষয়টি দ্রুত তারা সমাধানের পথে নিয়ে যাবে। তারা আমাদের সাথে খেলতে এখনও আগ্রহী। আমরাও অপেক্ষা করছি।'