‘লঙ্কাওয়াশ’ এড়াতে বাংলাদেশের সামনে রানের পাহাড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ এএম, ০১ আগস্ট ২০১৯
‘লঙ্কাওয়াশ’ এড়াতে বাংলাদেশের সামনে রানের পাহাড়

সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। এর মধ্যে শেষ ম্যাচে বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের বিপক্ষে ‘লঙ্কাওয়াশ’ এড়াতে বাংলাদেশের সামনে লক্ষ্য ২৯৫ রান।

টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। দলের পক্ষে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ৮৭, কুশল মেন্ডিস ৫৪, অধিনায়ক দিমুথ করুনারত্নে ৪৬, কুশল পেরেরা ৪২, দাসুন শানাকা ৩০ ও শেহান জয়সুরিয়া ১৩ রান করেন।

বল হাতে বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন শফিউল ইসলাম ও সৌম্য সরকার। ১টি করে উইকেট শিকার করেন রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের জন্য জয় তুলে নেওয়া অনেক বেশি প্রয়োজন, অন্যথায় শ্রীলঙ্কার কাছে হোয়াইওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হবে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), এনামুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, শেহান জয়সুরিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাসুন রাাজিথা ও লাহিরু কুমারা।



শেয়ার করুন :