আমরা কামব্যাক করবো : সৌম্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ পিএম, ২৯ জুলাই ২০১৯
আমরা কামব্যাক করবো : সৌম্য

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে গিয়ে বাংলাদেশ টিম কিছুটা ব্যাকফুটে থাকলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন ২৬ বছর বয়সী ওপেনার সৌম্য সরকার।

সোমবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেছেন নানা বিষয়ে। ব্যর্থতার বিষয়টি স্বীকার করে নিয়ে আত্মবিশ্বাসের সুরে বলেন, এটা সত্যি যে আমরা সিরিজ হেরে গেছি, তবে আমরা ‍নিঃসন্দেহে শেষ ম্যাচে কামব্যাক করবো এবং আমরা আশা করি ভালভাবে শেষ করতে পারব।

বাংলাদেশকে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় করে নিয়েছে স্বাগতিকরা।

প্রথম দুই ম্যাচে মোটে ২৬ রান এসেছে সৌম্যর ব্যাট থেকে। নিজের এই ব্যর্থতা না ঢেকেই তিনি বলেন, গত ১০ ম্যাচে আমি কোনো অবদান রাখতে পারিনি। এটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি এখনও চেষ্টা করছি। কেন স্কোর বড় করতে পারছি না তা খোঁজার জন্য অতিরিক্ত অনুশীলন করছি। এই ১০ ম্যাচের আগে আমি ৩ ম্যাচে ভাল খেলেছি। আমি কাজ করছি এর ওপর। আমি ধ্যান করছি এবং সমস্যা সমাধানের চেষ্টা করছি যাতে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি তার জন্য।

সৌম্য আরও বলেন, ‘অনেক সময় আমি ভালো বলে আউট হয়ে যাই। মাঝেমধ্যে নিজের ভুলে। ক্রিকেটে ভালো ও খারাপ দিন দুই-ই আসে। যদি কিছু সময় আমি ভালো রান করি আবার কিছু সময় রান-ই করতে পারি না। তবে আমার এখনও আত্মবিশ্বাস আছে। আমি যদি দুই-তিন ম্যাচে রান করতে পারি তবে আবার আমি আত্মবিশ্বাস ফিরে পাব। যদি আমি ক্রিকেটে থাকি তবে আমি আমরা আত্মবিশ্বাসটা অনুভব করি।’

৩১ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

মানও বাঁচল, সমতাও এলো

মানও বাঁচল, সমতাও এলো

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ালো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ালো বাংলাদেশ

ইংল্যান্ডকে হারিয়ে সাকিব-তৌহিদদের দ্বিতীয় জয়

ইংল্যান্ডকে হারিয়ে সাকিব-তৌহিদদের দ্বিতীয় জয়

মুশফিকের দৃঢ়তায় সম্মানজনক স্কোরে বাংলাদেশ

মুশফিকের দৃঢ়তায় সম্মানজনক স্কোরে বাংলাদেশ