উইকেটরক্ষক জশ বাটলারের সেঞ্চুরিতে দু’ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ফেললো সফরকারী ইংল্যান্ড।
রোববার তৃতীয় ওয়ানডেতে অসিদের ১৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ইংলিশরা। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
দেশের মাটিতে এই প্রথম এবং সব মিলিয়ে ষষ্ঠবারের মত দ্বিপক্ষীয় সিরিজের প্রথম তিন ম্যাচই হারলো অস্ট্রেলিয়া। ৮৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন বাটলার।
টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় অসিরা। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৪৫ রানের মধ্যে ওপেনার জেসন রয় ও এ্যালেক্স হেলসের উইকেট হারায় ইংলিশরা। রয় ১৯ ও তিন নম্বরে নামা অ্যালেক্স হেলস ১ রান করে আউট হন।
এরপর ৪৫ রানের জুটি গড়েন আরেক ওপেনার জনি বেয়ারস্টো ও টেস্ট অধিনায়ক জো রুট। ১৭ রানের ব্যবধানে প্যাভিলিয়নমুখী হন দু’জনই। ৩১ বলে ২৭ রান করে ফিরেন ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলতে নামা রুট। বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ৩৯ রান।
১০৭ রানে চতুর্থ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক ইয়োইন মরগান ও বাটলার। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে রানের গতি ধরে রাখেন তারা। দু’জনের স্বাচ্ছেন্দ্যে চলার পথে বাধা হয়ে দাঁড়ান অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার জশ হ্যাজেলউড। ৫০ বলে ৪১ রান করা মরগানকে শিকার করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন হ্যাজেলউড। এতে আত্মবিশ্বাসী হয়ে কিছুক্ষণ পরই ৬ রান করা মঈন আলীকেও বিদায় করে অস্ট্রেলিয়া। এতে ৬ উইকেটে ১৮৯ রানে পরিণত হয় ইংল্যান্ড।
সেখান থেকে দক্ষতার সাথে দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন বাটলার ও ক্রিস ওকস। সপ্তম উইকেটে মাত্র ৭২ বল মোকাবেলা করে অবিচ্ছিন্ন ১১৩ রান যোগ করেন তারা। ফলে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।
ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে ১০০ রানে অপরাজিত থাকেন বাটলার। ৬টি চার ও ৪টি ছক্কায় ৮৩ বল মোকাবেলা করে নিজের ইনিংসটি সাজান ইনিংসের শেষ বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার।
জয়ের জন্য খেলতে নেমে ৪৪ রানের মধ্যে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়াও। ওপেনার ডেভিড ওয়ার্নার ৮ ও তিন নম্বরে নামা ক্যামেরুন হোয়াইট ১৭ রানে ফিরেন। প্রথম দু’ম্যাচেই সেঞ্চুরি করা আরেক ওপেনার অ্যারেন ফিঞ্চ এ ম্যাচে বড় ইনিংস খেলার পথে ছিলেন। কিন্তু ৫৩ বলে ৬২ রানে থামতে হয় তাকে।
১১৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফিঞ্চের বিদায়ের পর অস্ট্রেলিয়ার জয়ের আশা ধরে রাখেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও মিচেল মার্শ। কিন্তু দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। স্মিথ ৪৫ ও মার্শ ৫৫ রান করেন। ২১০ রানের মধ্যে তাদের ফিরে যাওয়ায় অস্ট্রেলিয়ার ম্যাচ জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায়।
এরপরও অস্ট্রেলিয়াকে আশা দেখিয়েছেন মার্কস স্টয়নিজ ও উইকেটরক্ষক টিম পাইন। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। স্টয়নিজ ও পাইন জুটির ৬৬ বলে ৭৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়া। স্টয়নিজ ৫৬ ও পাইন ৩১ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন উড, ওকস ও রশিদ।
আগামী ২৬ জানুয়ারি অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৩০২/৬, ৫০ ওভার (বাটলার ১০০*, মরগান ৪১, হ্যাজেলউড ২/৫৮)।
অস্ট্রেলিয়া : ২৮৬/৬, ৫০ ওভার (ফিঞ্চ ৬২, স্টয়নিজ ৫৬, উড ২/৪৬)।
ফল : ইংল্যান্ড ১৬ রানে জয়ী।
ম্যাচ সেরা : জশ বাটলার (ইংল্যান্ড)।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।