ইংল্যান্ডকে হারিয়ে সাকিব-তৌহিদদের দ্বিতীয় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১০ এএম, ২৯ জুলাই ২০১৯
ইংল্যান্ডকে হারিয়ে সাকিব-তৌহিদদের দ্বিতীয় জয়

ফাইল ছবি

প্রথমে বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং এবং পরে দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়-তৌহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের ষষ্ঠ ও নিজেদের চতুর্থ ম্যাচে সোমবার স্বাগতিক ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

চেলটেনহামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। তৃতীয় ওভারেই ইংল্যান্ডের ওপেনারকে তুলে নেয় বাংলাদেশের বোলার ডান-হাতি পেসার তানজিম হাসান সাকিব। তবে শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে সময় নেয়নি ইংল্যান্ড।

আরেক ওপেনার বেন জিওফ্রে চার্লসওর্থের হাফ-সেঞ্চুরির সাথে মিডল-অর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে বড় সংগ্রহ গড়ার পথ তৈরি করে ইংল্যান্ড। তবে চার্লসওর্থকে শিকার করে ইংলিশদের রানের লাগাম টেনে ধরেন বাংলাদেশের মৃত্যুঞ্জয়। ৬টি চার ও ১টি চারে ১০৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন চার্লসওর্থ।

পরের দিকের ব্যাটসম্যানরা আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় বড় সংগ্রহের পথ ছিটকে পড়ে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রানের সংগ্রহ পায় ইংলিশরা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করে করেন লুইস পি গোল্ডসওর্দি ও উইকেটরক্ষক ফিনলে বিন। বাংলাদেশের মৃতুঞ্জয় ৫২ রানে ৪টি উইকেট নেন। এছাড়া সাকিব ২টি ও রকিবুল হাসান ১টি উইকেট নেন।

জয়ের জন্য ২৪৩ রানের লক্ষ্যে ৩৭ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২০ রান করে ফিরেন তানজিদ হাসান। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ৪৮ বলে ৩২ রান করেন।

৮০ রানের মধ্যে ২ ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেন জয় ও হৃদয়। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। ৯টি চার ও ১টি ছক্কায় ১১০ বলে ৮১ রানে জয় থামলেও, পাঁচ নম্বরে নামা শাহাদাত হোসেনকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন হৃদয়।

৫টি চারে ৯৩ বলে অপরাজিত ৭৫ রান করেন হৃদয়। ৮ বলে ১০ রানে অপরাজিত থাকেন শাহাদাত।

এ জয়ে ৪ খেলায় ২ জয়, ১টি করে হার ও পরিত্যক্ত ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে তালিকার দ্বিতীয় স্থানে থাকলো বাংলাদেশ। একই অবস্থা ভারতেরও। তবে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে ভারত। ৪ খেলায় ১ জয়, ৩টি হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ইংল্যান্ড।



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ালো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ালো বাংলাদেশ

তামিম-সাকিবের পর তৃতীয় মুশফিক

তামিম-সাকিবের পর তৃতীয় মুশফিক

সিরিজ জিতলো বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল

সিরিজ জিতলো বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল

মাশরাফি-সাকিবদের নতুন বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট ও ভেট্টোরি

মাশরাফি-সাকিবদের নতুন বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট ও ভেট্টোরি