ভারতের বিপক্ষে ফিরলেন ক্যাম্পবেল-চেজ-পল, রয়েছেন গেইলও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৭ জুলাই ২০১৯
ভারতের বিপক্ষে ফিরলেন ক্যাম্পবেল-চেজ-পল, রয়েছেন গেইলও

নিজ মাঠে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে পুনরায় ডাক পেলেন বাঁ-হাতি ওপেনিং ব্যাটসম্যান জন ক্যাম্পবেল, অলাউন্ডার রোস্টন চেজ এবং কিমো পল। এছাড়া অবসরের ঘোষণা দিয়েও সিদ্ধান্ত পরিবর্তন করা ক্রিস গেইলও আছেন ১৪ সদস্যের দলে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে গত ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছিলেন গেইল। তবে বিশ্বকাপের শেষ দিকে ‘ইউটার্ন’ দিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার প্রত্যয় ব্যক্ত করেন ক্রিকেটের আগ্রাসী ওপেনার গেইল।

এ সিরিজের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন গেইল। ক্যারিবিয়দের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ১০,৪০৫ রানের মালিক ব্রায়ান লারার চেয়ে মাত্র ১২ রান পিছিয়ে আছেন স্বঘোষিত ইউনিভার্স বস।

এদিকে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে বাংলাদেশের কাছে ত্রিদেশীয় সিরিজ পরাজিত হওয়া দলে ছিলেন ক্যাম্পবেল, চেজ এবং পল। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাদের। বিশ্বকাপ দল থেকে ভারত সিরিজে বাদ পড়েছেন ব্যাটসম্যান সুনিল অ্যাম্ব্রিস ও ড্যারেন ব্রাভো, অফ স্পিনার অ্যাশলে নার্স এবং ফাস্ট বোরঅর শ্যানন গাব্রিয়েল।

ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝপথ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হওয়া অলরাউন্ডার আন্দ্রে রাসেল ওয়ানডে দলে জায়গা না পেলেও ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের অংশ নেবেন।

৮ আগস্ট গায়ানার প্রোভিডেন্সের ম্যাচ দিয়ে শুরু হবে তিন ওয়ানডে সিরিজ। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ১১ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, এভিন লুইস. শাই হোপ, শিমরোন হেটমায়ার, নিকোলাস পুরান, রোস্টন চেজ, ফ্যাবিয়ান এ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, শেলডন কট্রেল, ওশানে টমাস, কেমার রোচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে টি-২০ দলে নারিন-পোলার্ড, বাদ গেইল

ভারতের বিপক্ষে টি-২০ দলে নারিন-পোলার্ড, বাদ গেইল

ভুল স্বীকার করলেও অনুতপ্ত নন ধর্মসেনা

ভুল স্বীকার করলেও অনুতপ্ত নন ধর্মসেনা

টেস্ট শেখালো ইংল্যান্ড, ভারতকে বাঁচালো আয়ারল্যান্ড

টেস্ট শেখালো ইংল্যান্ড, ভারতকে বাঁচালো আয়ারল্যান্ড

বিদায় বেলায়ও রাঙিয়ে গেলেন মালিঙ্গা

বিদায় বেলায়ও রাঙিয়ে গেলেন মালিঙ্গা