বিদায় বেলায়ও রাঙিয়ে গেলেন মালিঙ্গা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ এএম, ২৭ জুলাই ২০১৯
বিদায় বেলায়ও রাঙিয়ে গেলেন মালিঙ্গা

ছবি : গেটি ইমেজ

দুর্দান্ত জয় দিয়ে লাসিথ মালিঙ্গাকে বিদায় দিল শ্রীলঙ্কা। মালিঙ্গার শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯১ রানের জয় পেয়েছে লঙ্কানরা। দলের জয়ে ভূমিকা রেখেছেন মালিঙ্গাও। ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

মালিঙ্গার বোলিং ঝলকের আগে বাঁ-হাতি ব্যাটসম্যান কুশল পেরেরার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রানের বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। ৯৯ বলে ১১১ রান করেন পেরেরা। জবাবে মুশফিকের ৬৭ ও সাব্বির রহমানের ৬০ রানের পরও ৫০ বল হাতে থাকতে ২২৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের এটি ছিল প্রথম ওয়ানডে। বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচ খেলেই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। দলে জার্সি গায়ে শেষ দিকে নিয়মিত না হলেও শেষটা ঠিকই রাঙিয়ে গেলেন বিশ্বের এ ব্যতিক্রম ধর্মী পেসার।

লাসিথ মালিঙ্গা ওয়ানডে ক্রিকেটের মাঠ থেকে বিদায় নিলেন মাথা উঁচু করে। ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা বোলারের শেষটাও হলো গৌরবময়। দলের জয়, সতীর্থ আর ভক্তদের ভালোবাসায় সিক্ত হন পেসার মালিঙ্গা।

বিদায়ের ঘোষণা আগেই দেওয়ায় কিংবদন্তি এ ক্রিকেটারকে বিদায় জানাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দুইদিন আগেই শেষ হয়েগিয়েছিল বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচের সব টিকিট। মলিঙ্গাও হতাশ করেননি ভক্ত-সমর্থকদের। অসাধারণ পারফরম্যান্সে ভরিয়ে দিয়েছেন সবার মন।
sportsmail24
ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচে নিয়েছেন তিন উইকেট। ইনিংসের প্রথম ওভারেই দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করেন তামিম ইকবালকে।আরেকটি অসাধারণ ইয়র্কারে ফেরেন সৌম্য সরকার। শেষ স্পেলে ফিরে আরেকটি উইকেট নিয়ে নিজের ক্যারিয়ার ইতি টানেন মালিঙ্গা।

ওয়ানডে ইতিহাসের দশ সফলতম বোলার হিসেবে শুরু করেছিলেন বিদায় ম্যাচ। ৩ উইকেটে অনীল কুম্বলের ৩৩৭ উইকেট ছাড়িয়ে গেছেন তিনি। ৩৩৮ উইকেট নিয়ে নবম সফল ওয়ানডে বোলার হিসেবে ক্যারিয়ার শেষ করলেন মালিঙ্গা। শ্রীলঙ্কানদের মধ্যে তার চেয়ে বেশি ওয়ানডে উইকেট আছে কেবল মুত্তিয়া মুরালিধরন (৫৩৪) ও চামিন্দা ভাসের (৪০০)।

ক্যারিয়ার জুড়ে অনেকবার গুরু রামানায়েকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মালিঙ্গা। শেষ ওয়ানডের পরও গুরুর হাতে তুলে দেন কৃতজ্ঞতার একটি স্মারক, ফ্রেমে বাঁধাই করা নিজের জার্সি।

এছাড়া বোলিং ইনিংসের শুরুতে মাঠে নামার সময় মালিঙ্গাকে ‘গার্ড অব অনার’ দেন সতীর্থরা। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় একই সম্মান জানায় প্রতিপক্ষ বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট শেখালো ইংল্যান্ড, ভারতকে বাঁচালো আয়ারল্যান্ড

টেস্ট শেখালো ইংল্যান্ড, ভারতকে বাঁচালো আয়ারল্যান্ড

বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

মাশরাফিকে অবসর নিতে মানা করলেন মালিঙ্গা

মাশরাফিকে অবসর নিতে মানা করলেন মালিঙ্গা

শ্রীলঙ্কার বিপক্ষে হার-জিতে বাংলাদেশের লাভ-ক্ষতি

শ্রীলঙ্কার বিপক্ষে হার-জিতে বাংলাদেশের লাভ-ক্ষতি