সিরিজের প্রথম ম্যাচে ৪৭ রানে পরাজয়ের পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ এমার্জিং নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী ক্রিকেট দলকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) প্রিটোরিয়ায় আগে ব্যাট করে স্বাগতিকরা ২৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। বল হাতে ৪২ রানে ৪ উইকেট তুলে নেন অফ স্পিনার খাদিজাতুল কুবরা। ২ উইকেট নেন পেসার রিতু মণি।
২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিয়েছে অধিনায়ক নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশের নারী ইমার্জিং দল।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ বলেই সাজঘরে ফেরেন শারমিন সুলতানা। উইকেটরক্ষক নুজহাত তাসনিয়া ৮ রান করে আউট হন দলীয় ৪১ রানে। পরে শায়লা শারমিনকে নিয়ে তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন ওপেনার মুরশিদা খাতুন।
দলীয় ৯৯ রানের মাথায় তিনিও ফিরে যান ব্যক্তিগত ৪৮ রান করে। শায়লা থামেন ৩১ রান করে। এরপর রিতু মনি ৪২ ও ফাহিমা খাতুন ২০ রান করে ফিরে গেলে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা ও শবনম মোস্তারি।
৫৫ রানের অবিচ্ছিন সপ্তম উইকেট জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শবনম মোস্তারি। দু’জনই অপরাজিত ছিলেন ২৯ রান করে।