ওসব নিয়ে ভাবছেন না তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৫ জুলাই ২০১৯
ওসব নিয়ে ভাবছেন না তামিম

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। কলম্বোয় বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে এ ম্যাচ। সিরিজ শুরু আগের দিন বৃহস্পতিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমু্খি হয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল।

সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরু সিংহের বিদায়ী সিরিজ এবং লাসিথ মালিঙ্গার বিদায়ী প্রথম ম্যাচে -বিষয়গুলোতে বাংলাদেশ কি বাড়তি কোন সুবিধা পাবে? -এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমার কাছে মনে হয় কোচ থাকা বা না থাকার বিষয়টি মাঠের বাইরে পর্যন্তই থাকে। এটা যদি আমাদের সঙ্গেও হতো তাহলে আমি উত্তর দিতাম, যখন তারা মাঠে নামবে তখন মাথায় এ বিষয়টি থাকবে না।

তিনি বলেন, মালিঙ্গার কথাই বলি, তিনি মাঠে নামলে সে বিষয়টি কাজে লাগবে না। তারা চেষ্টা করবে যেমনি হোক আমাদের হারাতে। আমাদের ক্ষেত্রের বিষয়টা একই রকম। আর যদি এগুলো নিয়ে কোন প্রভাব পড়ে তাহলে তো আমাদের জন্যই ইতিবাচক হবে।

এ সিরিজের টাইগার অধিনায়ক বলেন, আমরা আসলে এসব নিয়ে ভাবছি না। আমরা জানি এখানে (শ্রীলঙ্কা) কেন এসেছি। আর ওসব বিষয় নিয়েই ভাবছি। তাদের দলে কে অবসর নিচ্ছে অথবা কোচ নিয়ে কী সমস্যা হচ্ছে সেটা আমাদের ভাবার বিষয় না।

চোটের কারণে ছিটকে গেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তার বদলে দলের হাল ধরেছেন তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে বিদেশের মাটিতে এ ওপেনারের। এ বিষয়ে তামিম বলেন, সত্যি কথা বলতে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে এভাবে চিন্তা করছি না। আপনারা (সাংবাদিকরা) বলছেন শুনে ভালো লাগছে।

তিনি আরও বলেন, অধিনায়ক হিসেবে যদি জিততে পারি অথবা দল ভালো করে তাহলেই ভালো লাগবে। আপনার দলের বাকি দশজন কেমন পারফরম্যান্স করবে সেটার ওপরই নির্ভর করবে আপনি অধিনায়ক হিসেবে কেমন। কী হচ্ছে বা না হচ্ছে সেটা নিয়ে আমি ভাবছি না। কিভাবে দলের জন্য অবদান রাখা যায় সেটাই এখন মূল বিষয়।

এদিকে বাংলাদেশের বিপক্ষে এ সিরিজের স্বাগতিক শ্রীলঙ্কা তাদের পূর্ব ঘোষিত ২২ সদস্যের দল থেকে কমিয়ে ১৭ সদস্য বিশিষ্ট চূড়ান্ত দল ঘোষণা করেছে। সেখানে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ (শুক্রবার) খেলেই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেবেন লাথিম মালিঙ্গা।

অন্যদিকে বাংলাদেশের প্রথমিক দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলে নেই সাকিব আল হাসান। এছাড়া শেষ দিকে টাইগার পেসার শফিউল ইসলামকে যুক্ত করায় শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের স্কোয়াড দাঁড়িয়েছে ১৫ সদস্যে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক, শফিউল ইসলাম।

শ্রীলঙ্কা দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল জেনিথ, অভিষকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, সেহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ মালিঙ্গা (প্রথম ওয়ানডে), নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, কাসুন রাজিথা ও দাসুন শানাকা (দ্বিতীয় ও শেষ ওয়ানডে)।



শেয়ার করুন :


আরও পড়ুন

শফিউলকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন কোচ সুজন

শফিউলকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন কোচ সুজন

বাংলাদেশের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ম্যাচের টিকিট শেষ

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ম্যাচের টিকিট শেষ

মালিঙ্গার আগেই ইতি টানলেন কুলাসেকারা

মালিঙ্গার আগেই ইতি টানলেন কুলাসেকারা