স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার (২৬ জুলাই)। ওই ম্যাচকি ঘিরে শ্রীলঙ্কা দর্শকদের মধ্যে চলছে চরম উত্তেজনা। ম্যাচ শুরু হওয়ার দুইদিন আগে শেষ হয়ে গেছে শুক্রবারের সকল টিকিট। কারণ একটাই, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন লঙ্কান তারকা লাসিথ মালিঙ্গা।
মালিঙ্গার বিদায় উপলক্ষে স্বভাবতই ম্যাচটি নিয়ে তার ভক্তকুলের আগ্রহ তুঙ্গে। এর ঢেউ আছড়ে পড়েছে টিকিটে। ম্যাচ শুরু হওয়ার দু’দিন আগেই সব টিকিট শেষ। ২৬ জুলাই (শুক্রবার) ম্যাচ শুরু হলেও ২৩ তারিখেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। শ্রীলঙ্কা ক্রিকেট ইতিহাসে এমন নজির আগে কখনও ঘটেনি।
ম্যাচটি দেখবেন এমন অনেক ভক্তরা জানাচ্ছেন, এ ম্যাচ খেলেই বিদায় নেবে মালিঙ্গা। কিংবদন্তির বিদায় বলে কথা। ম্যাচটি দেখতে উন্মুখ হয়ে আছে গোটা দেশের মানুষ।
তবে কপাল পুড়েছে বাকিদের। অনেক চেষ্টা করেও ২৪ জুলাই টিকিট পাননি অনেকে। এদিকে শ্রীলঙ্কার বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ওই দিন (শুক্রবার) কানায় কানায় ভর্তি থাকবে স্টেডিয়াম। ইতোমধ্যে সব টিকিট বিক্রি হওয়ায় কালোবাজারে দু-একটা পাওয়া গেলেও তা দুষ্কর।
মালিঙ্গার বিদায়ী ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। লিজেন্ডের শেষ ওয়ানডে বলে এটি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ।
এদিকে শ্রীলঙ্কায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর এটিই প্রথম কোন ক্রিকেট ম্যাচ। সে দিকে খেয়াল রেখেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। বাংলাদেশ ক্রিকেট দল দেশটিতে পৌঁছানোর পর থেকেই তাদের ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, স্টেডিয়ামের কানায় কানায় দর্শক পরিপূর্ণ থাকলেও নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বেশ জোড়ালো।