বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যের বিশাল স্কোয়াড ঘোষণা করেছিল সিরিজের স্বাগতিক দল শ্রীলঙ্কা। তবে খেলা শুরুর আগে ৫ জনকে সরিয়ে ১৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এর মধ্যে শুধুমাত্র প্রথম ম্যাচ খেলে বিদায় নেবে লাসিথ মালিঙ্গা।
২২ সদস্যের স্কোয়াডে ফেরানো নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা, আকিলা ধনঞ্জয়া এবং লহ্মণ সান্দাকানকের মধ্যে চূড়ান্ত স্কোয়াডে শুধুমাত্র আকিলা ধনঞ্জয় টিকেছেন। ডিকভেলা, গুনাথিলাকা এবং সান্দাকানের মতো লাহিরু মাদুশাঙ্কা এবং আমিলা আপোনসোকেও বাদ দেওয়া হয়েছে।
ফলে চূড়ান্ত স্কোয়াড়ে বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে এখন যুক্ত হয়েছেন শেহান জয়াসুরিয়া, হাসারাঙ্গা ডি সিলভা, আকিলা ধনঞ্জয় এবং লাহিরু কুমারা। পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা খেলবেন শেষের দুই ওয়ানডেতে, মালিঙ্গার পরিবর্তে।
এদিকে বাংলাদেশের সাথে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন লাসিথ মালিঙ্গা। ফলে প্রথম ম্যাচের পর শ্রীলঙ্কার স্কোয়াড দাঁড়ালো ১৭ সদস্যে।
বিশ্বকাপের মত বাংলাদেশের বিপক্ষে এ সিরিজেও লঙ্কানদের অধিনায়কত্ব করবেন দিমুথ করুনারত্নে। গত দুইটি বিশ্বকাপের মাঝখানে কোনো দ্বিপাক্ষিক সিরিজে খেলা হয়নি তার। স্কোয়াডে আছেন বিশ্বকাপ দল মাতান অনেক ক্রিকেটার।
বাংলাদেশ সিরিজের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে ১৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা বোর্ড।
শ্রীলঙ্কা দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল জেনিথ, অভিষকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, সেহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ মালিঙ্গা (প্রথম ওয়ানডে), নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, কাসুন রাজিথা ও দাসুন শানাকা (দ্বিতীয় ও শেষ ওয়ানডে)।