শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলের সঙ্গে আরও একজনকে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) টাইগার পেসার শফিউল ইসলামকে যুক্ত করেছে বিসিবি। ফলে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের স্কোয়াড দাঁড়াল ১৫ জনে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ বছর বয়েসী পেসার শফিউলকে দলে নেওয়ার কথা জানায় বিসিবি। ২০১৬ সালের পর যিনি নানা সময়ে স্কোয়াডে থাকলেও আর ওয়ানডে খেলেননি। শফিউল যুক্ত হওয়ায় ১৫ জনের দলে এখন পেসার হলো পাঁচজন।
২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন শফিউল। ২০১৭ সালের অক্টোবরে খেলেছিলেন শেষ টেস্ট। গেল দুই বছর থেকে কোন সংস্করণেই আর মাঠে নামার সুযোগ পাননি তিনি।
ডানহাতি এ টাইগার পেসার অবশ্য সাম্প্রতিক সময়েও দেখাতে পারেননি আহামরি কোন নৈপুণ্য। গেল ২১ জুলাই চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৯.২ ওভার বল করে ৫৯ রান খরচায় ২ উইকেট পেয়েছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ২৬ জুলাই, দ্বিতীয়টি ২৮ জুলাই। তৃতীয় ও শেষ ওয়ানডে ১ অগাস্ট। তার আর আজ মঙ্গলবার একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
এদিকে নিয়মিত অধিনায়ক মাশরাফি মর্তুজার ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের চোটে আগেই দলে যুক্ত হয়েছেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। শফিউল যুক্ত হওয়ায় বিশ্বকাপের পর বেশ আলাদা এক পেস আক্রমণ নিয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক, শফিউল ইসলাম।