ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশ যুবাদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ এএম, ২৩ জুলাই ২০১৯
ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশ যুবাদের

ফাইল ছবি

বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। মাত্রেই শেষ হওয়া এ টুর্নামেন্টের রেশ এখনো কাটেনি। তবে এ আনন্দের মাঝেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে গেল দেশটির যুবারা। ত্রিদেশীয় এ সিরিজে ইংল্যান্ড যুব দলকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।

সোমবার (২২ জুলাই) উস্টারশায়ারের কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ২০০ রান করে। জবাবে বাংলাদেশ যুব দল চার উইকেট হারিয়ে ১২ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে।

ইংল্যান্ড যুব দলের শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার টম ক্লার্ক (২৭) ও ড্যানিয়েল মুসলি (২০)। দু’জনের জুটিতে আসে ৪৯ রান। পরে বাংলাদেশের যুবাদের বোলিং তোপে দ্রুত উইকেট হারায় তারা।

মাঝে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন লুইস গোল্ডওয়ার্থি এবং ক্যাসে অলরিজ। অলরিজ ৫৮ ও গোল্ডওয়ার্থি ৬৯ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন তানজীম সাকিব। ডানহাতি মিডিয়াম পেসার সাকিব ১০ ওভারে ৪১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন।

২০১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১ রানে ১ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় স্কোর ৭২ রান হতে আরও দুই উইকেট হারায় তারা। তবে শাহাদাত হোসেনের সঙ্গে তৌহিদ হৃদয়ের ১১৪ রানের জুটি সহজ জয়ের ভিত গড়ে দেয়।

জয় থেকে ১৫ রান দূরে থাকতে এ জুটি ভাঙে। ৫৭ রানে অ্যালড্রিজের শিকার হন শাহাদাত। তৌহিদ ৭০ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ১৮ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জেতান অধিনায়ক আকবর আলী। তিনি টিকে ছিলেন ৯ রানে।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন অ্যালড্রিজ।

সিরিজে ইংল্যান্ড যুব দল নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে পাঁচ উইকেটে হেরেছে। আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রস্তুতি ম্যাচের আগে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচের আগে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ

অধিনায়ক হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করতে চান তামিম

অধিনায়ক হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করতে চান তামিম

বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কার ২২ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কার ২২ সদস্যের দল ঘোষণা

শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি

শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি