শ্রীলঙ্কা গেলেন মিঠুন-বিজয়-সাব্বির-রেজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২২ জুলাই ২০১৯
শ্রীলঙ্কা গেলেন মিঠুন-বিজয়-সাব্বির-রেজা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের খেলতে শ্রীলঙ্কা গেলেন মোহাম্মদ মিঠুন-এনামুল হক বিজয়-সাব্বির রহমান ও ফরহাদ রেজা। চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক সিরিজ খেলা শেষে তারা সোমবার (২২ জুলাই) শ্রীলঙ্কা গেলেন।

প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলায় ২০ জুলাই বাংলাদেশ দলের সাথে শ্রীলঙ্কা যেতে পারেননি তারা। দু’টি ম্যাচ খেলে সোমবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়েন এ চার টাইগার।

গত ১৯ জুলাই আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ ‘এ’ দল। মিঠুনের নেতৃত্বাধীন দলটি ১০ উইকেটে ম্যাচ হারে। ওই ম্যাচে মিঠুন ২, বিজয় ১৯, সাব্বির ১৫ ও ফরহদা রেজা ৩০ রান করেন। বল হাতে ফরহাদ ৮ ওভারে ৩৬ ও সাব্বির ৩ ওভারে ২৩ রান দেন।

রোববার (২১ জুলাই) দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তানের কাছে হারের লজ্জা পায় বাংলাদেশ ‘এ’ দল। ৪ উইকেটে হারে স্বাগতিকরা। ম্যাচে মিঠুন ৯৪ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৮৫, বিজয় ২৬, সাব্বির ৩৫ ও ফরহদা রেজা ১ রান করেন। বল হাতে ফরহাদ ৪ দশমিক ৫ ওভারে ৪২ রানে শূন্য উইকেট ও সাব্বির ২ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট নেন।

এদিকে তারা চারজন যাওয়ায় সফরে পূর্ণাঙ্গ দল এখন শ্রীলঙ্কায়। এ সফরে নিয়মিত অধিনায়ক মাশরাফি খেলতে না পারায় নেতেৃত্বে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এছাড়া টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও খেলছে না। বিশ্বকাপ শেষে তিনি ছুটি নিয়েছেন।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়।



শেয়ার করুন :


আরও পড়ুন

হাই-প্রোফাইল অনেকেই বাংলাদেশের কোচ হতে আগ্রহী

হাই-প্রোফাইল অনেকেই বাংলাদেশের কোচ হতে আগ্রহী

বাংলাদেশ ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে শ্রীলঙ্কা

বাংলাদেশ ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা গিয়েই অনুশীলনে তামিম-মুশফিকরা

শ্রীলঙ্কা গিয়েই অনুশীলনে তামিম-মুশফিকরা

শ্রীলঙ্কা গেলেন তামিমরা

শ্রীলঙ্কা গেলেন তামিমরা