শ্রীলঙ্কা গেলেন তামিমরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২০ জুলাই ২০১৯
শ্রীলঙ্কা গেলেন তামিমরা

শুক্রবার বিকেলে সবাই অনুশীলনে ব্যস্ত ছিলেন টাইগাররা, ছবি : স্পোর্টসমেইল২৪

সব কিছুই ঠিক ছিল, তবে শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় সব এলোমেলো হয়ে গেল। বিশ্বকাপ শেষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাশরাফির নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ -এটাই সবার জানা ছিল। সেই অনুযায়ী শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনেও মুখোমুখি হলেন মাশরাফি। কিন্তু সন্ধ্যায় অনুশীলনে চোট পাওয়ায় সিরিজ থেকে ছিটকে গেলেন মাশরাফি।

শ্রীলঙ্কা সিরিজ থেকে নিয়মিত অধিনায়ক মাশরাফি ছিটকে পড়ায় সিরিজের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পড়েছে টাইগারদের ওপেনার তামিম ইকবালের কাঁধে। সেই অনুযায়ী তামিমের নেতৃত্বেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল।

আজ শনিবার (২০ জুলাই) দুপুর পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

শুক্রবার অনুশীলনের সময় পুরোনো হ্যামস্ট্রিং চোটে নতুন আঘাত পাওয়ায় শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন মাশরাফি বিন মর্তুজা। ফলে ক্যাপ্টেন ম্যাশকে ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে হবে।

এদিকে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন বাদ পড়ায় দলে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ এবং ফরহাদ রেজা।

এদিকে তামিমদের সাথে এ যাত্রায় সঙ্গে যায়নি পুরো দল। চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক সিরিজ ও ভারতে মিনি রঞ্জিতে খেলার কারণে ১৪ জনের দলের মধ্যে ৭ জনই যাবেন পরে। শনিবার রওনা হয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

আফগানিস্তানের ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক ওয়ানডে খেলে যাবেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা। রোববার (২১ জুলাই) একাই যাবেন রুবেল হোসেন। ভারত থেকে মিনি রঞ্জি খেলে দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তামিম ইকবাল জানান, এ সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে। তার আশা শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করবে বাংলাদেশ।

তামিম বলেন, আমার কাছে মনে হয় এ সিরিজে অনেক চ্যালেঞ্জিং। শ্রীলঙ্কা তাদের ঘরের কন্ডিশনে অনেক শক্তিশালী দল। তবে এর আগের সিরিজগুলোতে দেখেছি আমরা অনেক ভালো করেছি। এবারও ভালো না করার কোনো কারণ খুঁজে পাই না। আমি সামনের কথা মাথায় নিয়ে এগোচ্ছি। ইতিবাচক দিক খুঁজে নেওয়ার চেষ্টা করছি। যেটা বললাম আমাদের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ এবং আশা করছি দল হিসেবে আমরা ভালো করব।

শ্রীলঙ্কা পৌঁছানোর পর টানা দু’দিন অনুশীলন করবে বাংলাদেশ দল। ২৩ জুলাই একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ২৬ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচে কলম্বোয় লঙ্কানদের মুখোমুখি হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ ২৮ ও ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়।



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম, দলে তাসকিন

শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম, দলে তাসকিন

শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি

শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি

বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কার ২২ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কার ২২ সদস্যের দল ঘোষণা

শ্রীলঙ্কায় এটাই আমার শেষ সফর : মাশরাফি

শ্রীলঙ্কায় এটাই আমার শেষ সফর : মাশরাফি