শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৯ জুলাই ২০১৯
শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি

শ্রীলঙ্কা সফরে খেলতে পারছেন না বাংলাদেশের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিকেলে শ্রীলঙ্কা সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে মাশরাফিই কথা বললেও সন্ধ্যায় এলো দুঃসংবাদ।

আগামীকাল শনিবার (২০ জুলাই) শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেই উপলক্ষে বিকেলে ভারপ্রাপ্ত কোচ সুজনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মাশরাফি। সংবাদ সম্মেলনের পর মাঠে অনুশীলন করতে গিয়ে বাম পায়ে চোট পান মাশরাফি।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রীলঙ্কা সফরে মাশরাফি আমাদের সঙ্গে যাচ্ছে না। এখন আমরা তার বদলি নিয়ে ভাবছি।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মাশরাফি। সেই সময় ফিজিও বলা সত্ত্বেও স্ক্যান করাননি মাশরাফি। চোট নিয়েই বিশ্বকাপে খেলেছে। জানা গেছে, সেই পুরোনো জায়গাতেই আজ (শুক্রবার) আবারও চোট পেয়েছেন মাশরাফি।
sportsmail24
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটে বোলিং অনুশীলনের সময় এ ঘটনা ঘটে। নেট সেশনে বোলিং করার সময় এক পর্যায়ে থেমে যান মাশরাফি। অনুশীলন ছেড়ে চলে যান ড্রেসিং রুমে এবং জাতীয় দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরীর শরণাপন্ন হন। তখনই ধরা পড়ে এ ইনজুরি।

বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মাশরাফির যে অবস্থা তাতে সে খেলার জন্য মোটেও প্রস্তুত নয়। শ্রীলঙ্কা সিরিজে তার (মাশরাফি) খেলা উচিত নয়। বাকিটা বোর্ডের ওপর।

এদিকে শ্রীলঙ্কা সফরে মাশরাফির খেলা অসম্ভব হলেও বোর্ড থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এমনকি মাশরাফি না খেলতে পারলে কার নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাবে সেটিও এখনো ধোয়াশার মধ্যে রয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় এটাই আমার শেষ সফর : মাশরাফি

শ্রীলঙ্কায় এটাই আমার শেষ সফর : মাশরাফি

দুই চমক নিয়ে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

দুই চমক নিয়ে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

মাশরাফি-সাকিবদের কোচ চেয়ে বিসিবির বিজ্ঞপ্তি

মাশরাফি-সাকিবদের কোচ চেয়ে বিসিবির বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব