বিশ্বকাপ শেষে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ উপলক্ষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, তার ক্যারিয়ারের এটাই হয়তো শ্রীলঙ্কায় ক্রিকেটার হিসেবে শেষ সফর।
সিরিজ উপলক্ষে শনিবার ঢাকা ছাড়ার আগে শুক্রবার (১৯ জুলাই) সংবাদ সম্মেলন করে মাশরাফি বিন মর্তুজা। সঙ্গে ছিলেন শ্রীলঙ্কা সিরিজের জন্য দায়িত্বপ্রাপ্ত কোচ সুজন মাহমুদ ও বিসিবির মিডিয়া রাবীদ ইমাম।
নিজের অবসর নিয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, অবসর নিয়ে এখনো ভাবছি না। মাথায় এখন একটাই চিন্তা বর্তমান সিরিজ। তবে হ্যাঁ, শ্রীলঙ্কায় এটা আমার শেষ সফর বলা যায়।
কারণ হিসেবে তিনি বলেন, এ সিরিজ শেষে বাংলাদেশের আবার ওয়ানডে ম্যাচ দেরি আছে। খেলে আসি পরে দেখা যাবে। আপনাদের (সাংবাদিক) কাছে হয়তো এটা একটা নিউজ কিন্তু আমার কাছে হয়তো ওটা না।
মাশরাফি আরও বলেন, আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। শ্রীরঙ্কা শেষ সফর -এটা বলতে পারি। এর পর আর যেহেতু খেলা নাই, ওয়ানডে নাই। সো, শ্রীলঙ্কা অবশ্যই শেষবারের মতো যাচ্ছি।
শনিবার (২০ জুলােই) শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ জুলাই।
এছাড়া ২৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। আর শেষ ওয়ানডে হবে ৩১ জুলাই। সিরিজ শেষ করে ১ আগস্ট দেশে ফিরার কথা রয়েছে টাইগারদের।
উল্লেখ্য, শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপ শেষে তিনি বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন।