আইসিসি এমন নিয়মে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ পিএম, ১৫ জুলাই ২০১৯
আইসিসি এমন নিয়মে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব

বিশ্বকাপে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফাইনাল দিয়ে শেষ হয়েছে দ্বাদশ আসর। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। তবে পুরো ম্যাচে খেলা হয়েছে ১০২ ওভার। এ ১০২ ওভারে দু’দল রান করেছে সমান ২৫৬ করে। ১০০ ওভারে ২৪১ রান করে, সুপার ওভারের ২ ওভারে ১৫ রান করে। দু’দলের রান সমান হলেও বাউন্ডারির বিবেচনায় শিরোপা জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

৫০ ওভারের ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংসে বাউন্ডারি ছিল ১৪টি, ওভার বাউন্ডারি ছিল ২টি। এরপর ইংল্যান্ডের ইনিংসে বাউন্ডারি ছিল ২২টি, ওভার বাউন্ডারি ছিল ২টি। সুপার ওভারে ইংল্যান্ড ২টি বাউন্ডারি ও নিউজিল্যান্ড ১টি ওভার বাউন্ডারি হাঁকায়। তাই ১০২ ওভারের ম্যাচে রান সমান হওয়ার পরও বাউন্ডারির বিবেচনায় প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ইংল্যান্ড।

এদিকে আইসিসির এমন নিয়মকে মানতে পারছেন না ক্রিকেটপ্রেমিরা, সাবেক অধিনায়ক ও খেলোয়াড়রা। ভারতের ওপেনার রোহিত শর্মা বলেছেন, ‘দুর্দান্ত এক ফাইনাল দেখলো ক্রিকেট বিশ্ব। এমন ফাইনাল বিশ্বকাপের আসরে আগে কখনো হয়নি। তবে আইসিসির আশ্চর্য ধরনের নিয়মে নিউজিল্যান্ডের হার, মেনে নেওয়া কঠিনই বটে। যারা হেরেছে তাদের জন্য অবশ্যই কঠিন। আইসিসির কিছু নিয়ম অবশ্যই পরিবর্তন হওয়া উচিৎ।’

ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর টুইটারে লিখেছেন, ‘এটা আইসিসির একটি হাস্যকর নিয়ম। ফাইনালের চ্যাম্পিয়ন নির্ধারণ হয় বাউন্ডারিতে। তারপরও দু’দলকেই অভিনন্দন দিতে চাই, বিশ্বকে এমন রুদ্ধশ্বাস ফাইনাল উপহারের জন্য।’

দ্বাদশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সেই দেশের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইট করেছেন, ‘কোনো দলই হারার যোগ্য ছিল না। অসাধারণ ও হাড্ডাহাড্ডি লড়াই হলো লর্ডসে। দেখা যাক নতুন প্রজন্ম এ ম্যাচ থেকে কী শিখতে পারে।’

পাকিস্তানের সাবেক পেসার ও ক্রিকেট বিশেষজ্ঞ শোয়েব আখতার বলেছেন, ‘এটি কেমন বিশ্বকাপ ফাইনাল! ভালো হতো যদি শিরোপাটা দু’দলের মধ্যে ভাগ করে নেওয়া হতো। ম্যাচ সমতা, সুপার ওভার সমতা, শুধু বাউন্ডারির জন্য ইংল্যান্ড শিরোপা পেল। এটি সঠিক নিয়ম নয়।’

এতো গেল ক্রিকেট তারকাদের কথা। আইসিসির এমন নিয়ম নিয়ে তারকা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় চলছে নানা মন্তব্য। নানা ধরনের যুক্তি তুলে ধরে আইসিসি এ নিয়মকে ধুয়ে দিচ্ছে ক্রিকেট ভক্তরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ক্রিকেট বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড

সুপার ওভারও টাই, যে কারণে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

সুপার ওভারও টাই, যে কারণে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

বিশ্বকাপ রোল অব অনার ১৯৭৫-২০১৯

বিশ্বকাপ রোল অব অনার ১৯৭৫-২০১৯

আইসিসির সেরা একাদশে সাকিব, জায়গা হয়নি কোহলির

আইসিসির সেরা একাদশে সাকিব, জায়গা হয়নি কোহলির