সুপার ওভারও টাই, যে কারণে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ এএম, ১৫ জুলাই ২০১৯
সুপার ওভারও টাই, যে কারণে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

ক্রিকেট ইতিহাসে নতুন কিছু দেখলো বিশ্ব। কম পুঁজির ম্যাচ হলেও টানটান উত্তেজনার পর সুপার ওভারে ম্যাচের মিমাংশা। তাও আবার সুপার ওভারেও সমান রান। আইসিসি দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টের স্বাগতিক ইংল্যান্ড।

এদিকে ইংল্যান্ড ট্রফি জয় করলেও দু’দলকেই ‘চ্যাম্পিয়ন’ বলা যায়। কারণ, নির্ধারিত ৫০ ওভারে সমান সংখ্যক রান করার পর সুপার ওভারেও সমান সংখ্যক রান করেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তবে ব্লাকক্যাপ্সদের দুর্ভাগ্য, তাদের চেয়ে বেশি সংখ্যক বাউন্ডারি মেরে চ্যাম্পিয়ন ট্রফিটি ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড।

সুপার ওভারে নিয়মের মধ্যে ৬ নম্বর নিয়টি হলো, সুপার ওভারেও যদি সমান সংখ্যক রান হয় তাহলে পুরো ম্যাচে বা সুপার ওভারে যে দল বেশি সংখ্যক বাউন্ডারি মারবে তারাই জয়ী হবে। দ্বাদশ বিশ্বকাপের আসরে সেটাই হলো। নিউজিল্যান্ড সমান সংখ্যক রান করেও জয়ী হতে পারেনি। অন্যদিকে বেশি সংখ্যক বাউন্ডারি মারার ফলে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাট কার নিউজিল্যান্ড ১৪টি চার ও ২টি ছক্কায় মোট ১৬টি বাউন্ডারি মেরেছিল। যেখানে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড মেরেছিল ২২টি চার ২টি ছক্কার মার। পলে সুপার ওভারের ৬ নম্বর নিয়মানুযায়ী চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
sportsmail24

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট হাতে ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করে ২৪১ রান। ফলে ফাইনাল ম্যাচ গড়ায় সুপার ওভারে।

নিয়ম অনুযায়ী দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল ইংল্যান্ড সুপার ওভারে প্রথমে ব্যাট হাতে মাঠে নামে। সুপার ওভারের ৬ বলে ১৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ রান।

এখানেও চমক দেখে ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে নিউজিল্যান্ডও ৬ বলে ১৫ রান সংগ্রহ করে। শেষ বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন হলে এক রান নেওয়ার পর দ্বিতীয় রানে রান আউটে কাটা পড়েন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। রান আউট করেই জয়ের উল্লাসে ফেটে পড়েন ইংল্যান্ড ক্রিকেটাররা। কারণ, সমান রান হলেও তাদের বাউন্ডারির সংখ্যা ছিল বেশি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ক্রিকেট বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিশ্বকাপ রোল অব অনার ১৯৭৫-২০১৯

বিশ্বকাপ রোল অব অনার ১৯৭৫-২০১৯

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন মাশরাফি, অনিশ্চিত সাকিব

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন মাশরাফি, অনিশ্চিত সাকিব

আফগানিস্তানের তিন ফরম্যাটেই অধিনায়ক রশিদ খান

আফগানিস্তানের তিন ফরম্যাটেই অধিনায়ক রশিদ খান