২৭ বছর পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। ১৯৯২ সালের পর আর বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি ইংলিশরা। ১৯৯২ সালের আগে তিনবার ফাইনালে উঠলেও বাজিমাত করতে পারেনি। তবে এবার শিরোপা জিতেই মাঠ ছাড়তে চায় ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। বলেন, ‘আমরা শিরোপা জিতেই মাঠ ছাড়তে চাই। ২৭ বছর পর ফাইনাল খেলার সুযোগ হলো আমাদের। এ সুযোগ এবার কাজে লাগাতে দলের সবাই মুখিয়ে আছে।’
শুধুমাত্র দলের খেলোয়াড়রাই নয়, পুরো ইংল্যান্ড শিরোপার জন্য মুখিয়ে আছে বলে জানান মরগান। বলেন, ‘শুধুমাত্র খেলোয়াড়রা নয়, পুরো দেশের মানুষ ইংল্যান্ডের শিরোপা জয়ের অপেক্ষায় আছে। আমাদের প্রতিটি খেলায় সমর্থন করেছে। আমাদের সাফল্যের জন্য প্রার্থনা করছে। এ দলটির অংশ হতে পেরে আমি খুশি। আশা করছি, সবার প্রত্যাশা পূরণ করতে পারবো। বিশ্বের সেরা দু’টি শক্তিশালী দল ফাইনাল খেলবে। দুর্দান্ত একটি ফাইনাল হবে।’
নিউজিল্যান্ডকে সমীহ করে খেলার কথা বললেন মরগান। লিগ পর্বে দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ছয় ম্যাচের পাঁচটিই জিতেছিল তারা। তবে শেষদিকে এসে খেই হারিয়ে ফেলে। তারপরও শেষ পর্যন্ত সেমিফাইনাল ওঠে ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেছে কিউইরা।
মরগান বলেন, ‘নিউজিল্যান্ড সত্যিই কঠিন প্রতিপক্ষ। গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স দেখিয়েছে তারা। আমি মনে করি, নিউজিল্যান্ড যে উন্নতি করেছে তা সত্যিই অসাধারণ। তারা সুপ্রতিষ্ঠিত একটি দল। বল এবং ব্যাট দুই দিক থেকেই ভয় ধরিয়ে দিতে সক্ষম তারা। আমি মনে করি উপভোগ্য একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।’