২২৩ রানে অস্ট্রেলিয়াকে আটকে দিল ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১১ জুলাই ২০১৯
২২৩ রানে অস্ট্রেলিয়াকে আটকে দিল ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে শতভাগ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। এখন পর্যন্ত ৬বার খেলে প্রতিবারই জিতেছে তারা। সেই আত্মবিশ্বাস পুঁজি করে বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হয় অজিরা। এমন সমীকরণে মাঠে নেমে ততোতা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া।

সব মিলিয়ে ২২৩ রানেই অলআউট হয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। ক্রিস ওকস, জফরা আর্চারের গতির মুখে পড়ে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলটিকে খেলায় ফেরান স্টিভ স্মিথ। তার ৮৫ রানের ইনিংসে ২২৩ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

গত পাঁচ আসরের বিশ্ব চ্যাম্পিয়নদের সেমিফাইনালে বিদায় করতে হলে ইংল্যান্ডকে ২২৪ রান করতে হবে। সবশেষ ২৭ বছল আগে বিশ্বকাপেরে ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। প্রায় তিন দশক পর চতুর্থবারের মতো ফাইনালে খেলার অপেক্ষায় ইংলিশরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) ইংল্যান্ডের বার্মিংহামে বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমেই ক্রিস ওকস এবং জফরা আর্চারের গতির মুখে পড়ে যায় অসি ব্যাটসম্যানরা।

জিতলে ফাইনাল হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে স্কোর বোর্ডে ১৪ রান জমা করতেই সাজঘরে ফেরেন অসি তিন সেরা ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম্ব।

দলের এমন চরম ব্যাটিং বিপর্যয়ের দিনে উইকেটে নেমেই জফরার বাউন্সারের শিকার হন অ্যালেক্স কেরি। ৭.৬ ওভারে দলীয় ১৪/৩ এবং ব্যক্তিগত ৪ রানে জফরা আর্চারের বাউন্সার সরাসরি কেরির হেলমেটে আঘাত হানে। চোট নিয়েই অনবদ্য ব্যাটিং চালিয়ে যান কেরি।

চতুর্থ উইকেটে স্টিভেন স্মিথের সঙ্গে ইতিমধ্যে ১০৩ রানের জুটি গড়েছেন কেরি। অনবদ্য ব্যাটিং করে ফিফটির পথেই ছিলেন তিনি। আদিল রশিদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন। তার আগে ৭০ বলে চারটি চারের সাহায্যে ৪৬ রান করেন কেরি।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধ হলেন আফগান ফাস্ট বোলার আফতাব আলম

নিষিদ্ধ হলেন আফগান ফাস্ট বোলার আফতাব আলম

মুমিনুলের অপরাজিত ১৫৭ রানে শক্ত অবস্থানে বিসিবি একাদশ

মুমিনুলের অপরাজিত ১৫৭ রানে শক্ত অবস্থানে বিসিবি একাদশ

ভারতকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড

ভারতকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ থেকে চার ভারতীয় গ্রেফতার

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ থেকে চার ভারতীয় গ্রেফতার