চলমান দ্বাদশ বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষে মাঠে গড়িয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। আর এ ম্যাচে এসে ‘লজ্জার রেকর্ডে’ সবাইকে ছাড়িয়ে গেল কোহলির ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া টার্গেটে ব্যাট হাতে খেলতে নেমে এ রকের্ড গড়ে ভারত।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের এ লজ্জার বিশ্বরেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড। মঙ্গলবার (৯ জুলাই) টস জিতে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লেতে সর্বনিম্ন স্কোর করেছিল কিউইরা৷ প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। যেটি শুরুর পাওয়ার প্লেতে ছিল সর্বনিম্ন স্কোরের রেকর্ড।
এদিকে ২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম পাওয়ার প্লেতে মাত্র ২৪ রান তুলে ভারত। এর মধ্যে আবার টপ অর্ডারের চার ব্যাটসম্যানকেই হারায় কোহলির নেতৃত্বাধীন ভারত। ৪ ওভারের মধ্যেই ভারতের শক্তিশালী টপ অর্ডার ভেঙে দেয় কিউই বোলাররা।
ভারতের হয়ে ফর্মে থাকা তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও রাহুলকে ফেরান মাত্র ৫ রানের মাথায়। ৩.১ ওভারে ভারতের স্কোর ছিল তখন ৫ রান, উইকেট ছিল না তিনটি। এরপর পান্থের সঙ্গে ১৯ রানের জুটি গড়ে ফিরে যান দিনেশ কার্তিকও।
রোহিতকে ১ রানে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান ম্যাট হেনরি। সেই ধাক্কা সামলে ওঠার আগেই অধিনায়ককে হারায় ভারত। ট্রেন্ট বোল্ট এলবিডব্লুর ফাঁদে পড়ে আউট হন কোহলি। এ যাত্রায় রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।
পরের ওভারেই স্লিপে ক্যাচ দেন রাহুল। বিশ্বকাপে ভারতের সিংহভাগ রান করে দেওয়া এ তিন ব্যাটসম্যানই ফিরেছেন এক এক রান নিয়ে। সঙ্গে প্রথম পাওয়ার প্লেতে (১০ ওভার) মাত্র ২৪ রান তুলে ‘লজ্জার রেকর্ড’ও গড়ে ভারত।