শামিকে দলে না নেওয়ায় চটেছেন কোচ বদরুদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১০ জুলাই ২০১৯
শামিকে দলে না নেওয়ায় চটেছেন কোচ বদরুদ্দিন

একাদশের বাইরে থাকা শামি খেলোয়াড়দের জন্য কোমল পানিয় বহন করছেন, ছবি : গেটি ইমেজ

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ইন-ফর্ম পেসার মোহাম্মদ শামির জায়গায় ভুবনেশ্বর কুমারের ওপর আস্থা রেখেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে দলের এ সিদ্ধান্তে দারুন চটেছেন শামির কোচ বদরুদ্দিন সিদ্দিকী। বিষয়টি নিয়ে দারুন সমালোচনাও করেছেন তিনি।

বিশ্বকাপের চলমান আসরে মাত্র চার ম্যাচে ১৪ উইকেট দখল করেছেন শামি। সেমিফাইনালে শুধুমাত্র একটি পরিবর্তন নিয়ে মূল একাদশ সাজিয়েছে টিম ইন্ডিয়া। কুলদ্বীপ যাদবের স্থানে মূল একাদশে ফিরেছেন যুজবেন্দ্রা চাহাল।

চার ম্যাচে ১৪ উইকেট দখল করার পরও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে শামিকে বিশ্রামে রাখা হয়েছিল। আর তাতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় সেমিফাইনালে পুরোপুরি সতেজ হয়ে ফিরতেই ইন-ফর্ম এ পেসারকে বিশ্রাম দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে তা হয়নি।

ভারতীয় গণমাধ্যমে বদরুদ্দিন বলেছেন, ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে তার শিষ্যকে না দেখতে পেয়ে তিনি হতবাক হয়েছেন। ক্ষুব্ধ বদরুদ্দিন বলেন, ‘আমি সত্যিই বিস্মিত। বিশ্বকাপের মত আসরে মাত্র চার ম্যাচে ১৪ উইকেট দখল করা কোন বোলারকে কিভাবে এত গুরুত্বপূর্ণ ম্যাচে দলের বাইরে রাখা হয়। একজন ফাস্ট বোলারের কাছে এর থেকে বেশি আর কি আশা করা যায়।’

তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম লঙ্কানদের বিপক্ষে তাকে এ কারণেই বিশ্রামে রাখা হয়েছে। কিন্তু আমার ধারণা ভুল ছিল।’

শামির চেয়ে ব্যাটিংয়ে ভুবনেশ্বর কুমার কিছুটা ভালো কি না, আর এ কারণেই তিনি বাদ পড়েছেন কি না -এমন প্রশ্নের উত্তরে বদরুদ্দিন বলেন, ‘তা, তাই নাকি! শামি ও ভুবিকে যদি ব্যাটিংয়ের কথা চিন্তা করে দলে রাখা হয় তবে আমার মনে হয় ম্যাচ শুরুর আগেই আমরা হেরে বসে আছি। আমি মনে করি টপ অর্ডারে ছয়জন ব্যাটসম্যান যদি তাদের দায়িত্ব পালন করতে না পারে তবে বাকিদের ওপর থেকে সেটা আশা করা কঠিন। শামিরর দায়িত্ব হচ্ছে বল হাতে দলের জয়ে সহযোগিতা করা।’

শামির কোন ইনজুরি সমস্যা নেই বলে নিশ্চিত করে বদরুদ্দিন বলেন, সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর আমি তার সাথে কথা বলেছি। আমি মনে করি যে ছন্দ সে দেখিয়েছে তাতেই তার ফিটনেস প্রমাণিত হয়।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিরল এক রেকর্ড গড়লেন ধোনি

বিরল এক রেকর্ড গড়লেন ধোনি

ক্রিকেটে এখনো ‘তিন মোড়লের’ প্রাধান্য

ক্রিকেটে এখনো ‘তিন মোড়লের’ প্রাধান্য

নতুন মাইলফলক স্পর্শ করলেন কোহলি

নতুন মাইলফলক স্পর্শ করলেন কোহলি

সুন্দরের চোখে ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ভারত

সুন্দরের চোখে ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ভারত