বৃষ্টির হানার রিজার্ভ ডে-তে গেল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ এএম, ১০ জুলাই ২০১৯
বৃষ্টির হানার রিজার্ভ ডে-তে গেল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপের সেমিফাইনালেও বাগড়া বসালো বৃষ্টি। বৃষ্টির কারণে দ্বাদশ বিশ্বকাপ ইতোমধ্যে ম্যাচ পরিত্যক্তে রেকর্ড গড়েছে। এবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালও বৃষ্টির কারণে শেষ করা গেল না। বৈরী আবহাওয়ার জন্য ম্যাচ গড়ালো রিজার্ভ ডে-তে।

মঙ্গলবার (৯ জুলাই) প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ইনিংসের ৪৭তম ওভারেই হানা দেয় বৃষ্টি। বন্ধ হয়ে যায় ম্যাচ। শেষ মূহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয় আজকেই ম্যাচটি শেষ করার। তবে কোনোভাবেই তা সম্ভব না হওয়ায় স্থানীয় সময় সন্ধ্যা ৬.২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২০) খেলা স্থগিত ঘোষণা করা হয়।

গ্রুপ পর্বে রিজার্ভ ডে তাকলেও সেমিফাইনাল দুই ম্যাচে জন্য দুটি রিজার্ভ ডে রাখা আছে। ফলে আজকের স্থগিত ঘোষণা করা ম্যাচ আগামীকাল (বুধবার) আবার মাঠে গড়াবে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) শুরু েহবে ম্যাচটি।

ম্যাচটি নতুন দিনে শুরু হলেও নতুন করে খেলা হবে না। আজ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে। অর্থাৎ নিজেদের ইনিংসের বাকি থাকা ২৩ বল খেলতে নামবে নিউজিল্যান্ড। এরপর পুরো ৫০ ওভার ব্যাট করবে ভারত।

এদিকে বৃষ্টির হানার আগে ৪৬.১ ওভার ৫ উইকেটে ২১১ রান করেছে নিউজিল্যান্ড। ৮৫ বলে ৬৭ রানে অপরাজিত রস টেলর এবং তার সঙ্গী ৪ বলে ৩ রান করা টম ল্যাথাম। ৯৬ বল খেলে ৬৭ রান করে আউট হন কেন উইলিয়ামসন। এছাড়া হেনরি নিকোলস আউট হন ৫১ বলে ২৮ রান করে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে যাবে ভারত

বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে যাবে ভারত

সেমিফাইনালেও বৃষ্টির বাগড়া, খেলা বন্ধ

সেমিফাইনালেও বৃষ্টির বাগড়া, খেলা বন্ধ

টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

বিরল এক রেকর্ড গড়লেন ধোনি

বিরল এক রেকর্ড গড়লেন ধোনি