ইংল্যান্ড বিশ্বকাপ বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্তে ইতোমধ্যেই রেকর্ড গড়েছে। এবার সেমিফাইনাল ম্যাচেও বাগড়া বসালো বৃষ্টি।বৃষ্টির কারণে প্রথম সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলা বন্ধ রয়েছে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ভারতের বিপক্ষে ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ৬৭ রানে অপরাজিত আছেন রস টেইলর। আর ৩ রানে ব্যাটিংয়ে আছেন টম লাথাম।
টস জিতে ভারতের বিপক্ষে ব্যাটিং নিয়ে ভালো শুরু করতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দলীয় ৩.৩ ওভারে মাত্র এক রানে ফেরেন মার্টিন গাপটিল। শুরুর এ মন্থর ব্যাটিং কাটিয়ে দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ফিফটির পর তিনিও ফেরেন সাজঘরে। তার বিদায়ে ৩৫.২ ওভারে ৩.৮১ গড়ে মাত্র ১৩৪ রান তুলতেই তিন উইকেট হারায় নিউজিল্যান্ড।
১৪ বল খেলে মাত্র ১ রান করে যশপ্রিত বুমরাহর বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পাগটিল। চলতি বিশ্বকাপে ব্যাটিংয়ে চরম ব্যর্থ নিউজিল্যান্ডের এ ওপেনার। ৯ ম্যাচে ১৮.৫৬ গড়ে (৭৩, ২৫, ০, ৩৫, ০, ৫, ২০, ৮ ও ১) মাত্র ১৬৭ রান করেন তিনি।
কেন উইলিয়ামসনের বিদায়ের পর ১৮ বলে ১২ রান করে ফেরেন জেমস নিশাম। এরপর রস টেইলরের সঙ্গে ৩৮ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান কলিন ডি গ্রান্ডহোম। দলীয় ৪৪.৪ ওভারে ২০০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি। এরপর বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে খেলা আপদত বন্ধ রয়েছে।
নিউজিল্যান্ড একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিশভ পন্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, ও জসপ্রিত বুমরাহ।