ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে মঙ্গলবার (৯ জুলাই) প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
গ্রুপপর্ব ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় চলতি বিশ্বকাপে ভারত প্রথমবার মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম দুদল সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে।
এর আগে মোট সাতবার সেমিতে খেললেও মাত্র একবারই জিততে পেরেছেন কিউইরা। অন্যদিকে মোট ছয়বার বিশ্বমঞ্চের শেষ চারে খেলে তিনবারই ফাইনালের টিকিট অর্জন করেছে ভারত।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
ভারত একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ পন্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, ও জসপ্রিত বুমরাহ।