গ্রুপ পর্ব শেষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ এএম, ০৯ জুলাই ২০১৯
গ্রুপ পর্ব শেষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

ফাইল ছবি

চলমান বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে সেমিফাইনালে লাইন-আপও। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (৯ জুলাই) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১১ জুলাই) বার্মিংহামের এডজবাস্টনে লড়বে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। দু’টি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।

গ্রুপ পর্ব শেষে বিশ্বকাপের কিছু পরিসংখ্যানের দিকে দৃষ্টি দেয়া যাক-

সর্বোচ্চ রান সংগ্রহকারী
১. রোহিত শর্মা (ভারত) ৬৪৭
২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৬৩৮
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৬০৬
৪. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ৫০৭
৫. জো রুট (ইংল্যান্ড) ৫০০

ব্যাটিং গড়
১. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ৯৬.২০
২. রোহিত শর্মা (ভারত) ৯২.৪২
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৮৬.৫৭
৪. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৭৯.৭৫
৫. সামিউল্লাহ শিনওয়ারি (আফগানিস্তান) ৭৪.০০

সর্বোচ্চ বাউন্ডারি (চার)
১. রোহিত শর্মা (ভারত) ৬৭
২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৬৪
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৬০
৪. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) ৫৫
৫. বাবর আজম (পাকিস্তান) ৫০

সর্বোচ্চ ওভার বাউন্ডারি (ছক্কা)
১. ইয়ান মরগান (ইংল্যান্ড) ২২
২. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ১৮
৩. রোহিত শর্মা (ভারত) ১৪
৪. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ১২
৫. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) ১১

দ্রুততম সেঞ্চুরি
১. ইয়ান মরগান (ইংল্যান্ড), ৫৭ বল, প্রতিপক্ষ আফগানিস্তান
২. জস বাটলাট (ইংল্যান্ড), ৭৫ বল, প্রতিপক্ষ পাকিস্তান
৩. কার্লোস ব্র্যাথওয়েইট (ওয়েস্ট ইন্ডিজ), ৮০ বল, প্রতিপক্ষ নিউজিল্যান্ড
৪. সাকিব আল হাসান (বাংলাদেশ), ৮৩ বল, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
৫. রোহিত শর্মা (ভারত) ৯৫ বল, প্রতিপক্ষ পাকিস্তান

সর্বোচ্চ উইকেট
১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ২৬
২. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ২০
৩. লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড) ১৭
৪. জাসপ্রিত বুমরাহ (ভারত) ১৭
৫. মোহাম্মদ আমির (পাকিস্তান) ১৭
৬. জোফরা আর্চার (ইংল্যান্ড) ১৭

ডট বল
১. জোফরা আর্চার (ইংল্যান্ড) ৩০০
২. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ২৯৫
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ২৮৮
৪. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ২৮৪
৫. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ২৭৩

সর্বোচ্চ ওভার বাউন্ডারি দেওয়া বোলার
১. রশিদ খান (আফগানিস্তান) ১৪
২. যুজবেন্দ্র চাহাল (ভারত) ১৩
৩. মোহাম্মদ নবী (আফগানিস্তান) ১০
৪. আদিল রশিদ (ইংল্যান্ড) ১০
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৯
৬. দওলাত জারদান (আফগানিস্তান) ৯
৭. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ৯

সর্বোচ্চ রান দেওয়া বোলার
১. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৪৮৩
২. আদিল রশিদ (ইংল্যান্ড) ৪৪৩
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ৪৩২
৪. গুলবাদিন নাইব (আফগানিস্তান) ৪১৯
৫. মোহাম্মদ সাইফুদ্দিন (বাংলাদেশ) ৪১৭।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে যারা

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে যারা

খুশি নন মোস্তাফিজ

খুশি নন মোস্তাফিজ

বিশ্বকাপের লিগ পর্বের সেরা মুহূর্তগুলো

বিশ্বকাপের লিগ পর্বের সেরা মুহূর্তগুলো

বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হলে যা হবে

বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হলে যা হবে