বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় ভীষণ চাপে পড়েছেন শ্রীলঙ্কার প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। দেশটির ক্রীড়া মন্ত্রী তার কাজে মোটেও সন্তুষ্ট নন। তবে ব্যর্থতার দায় নিজের কাঁধে একা নিতে রাজি নন হাথুরুসিংহে।
তাই উপর মহলের চাপ সত্ত্বেও পদত্যাগের ভাবনা মাথায় আনছেন না তিনি। বরং দলকে সামনের দিকে এগিয়ে নিতে আশাবাদী বাংলাদেশের সাবেক এই কোচ।
সোমবার (৮ জুলাই) দেশটির স্থানীয় গণমাধ্যম ‘লঙ্কাদ্বীপ ডেইলি’ জানায়, বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্সে বেজায় হতাশ তাদের ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো। হাথুরুসিংহেকে তাই দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলবেন তিনি।
ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কায় ফেরার পর এ বিষয়ে প্রশ্ন করা হলে লঙ্কান কোচ জানান, ‘আমার আরও ১৬ মাস বাকি আছে (চুক্তির মেয়াদের)।’
তিনি যোগ করেন, ‘আমি আশা করি, চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আমি থাকতে পারব।’