বিশ্বকাপ শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সম্পর্কে এক নারী সাংবাদিক ‘বাঙালি’ শব্দ উচ্চারণ করায় সরফরাজ তার প্রতিবাদ করেছেন। তিনি বলেন, আপনি যেটা বলছেন তা ঠিক নয়, আপনি বাংলাদেশ বলেন।
‘বাঙালির’ বিপক্ষে শোয়েব মালিককে কেন টিম ম্যানেজমেন্ট একটা বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেয়নি -এক টেলিভিশন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন,‘ অনুগ্রহ করে এ শব্দটি (বাঙালি) উচ্চারণ করবেন না। সামাজিক মাধ্যমে এটা আপনার জন্য একটা ইস্যু হতে পারে। আমি মনে করি আপনার ‘বাংলাদেশ দল’ হিসেবে বলা উচিৎ। আপনি আপত্তিকর শব্দ ব্যবহার করছেন।’
সরফরাজ বলেন, ‘শোয়েব আমাদের দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় এবং যদিও বিশ্বকাটা তার ভালো যায়নি, তবে দেশকে তিনি অনেক সকিছু দিয়েছেন। দলে তার উপস্থিতি আমাদের সবার জন্যই খুব ভালো কিছু ছিল। কেবলমাত্র টি-২০ ক্রিকেটে মনোযোগী হতে বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শোয়েব মালিক।’
এছাড়া বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা নষ্ট করতেই ইংল্যান্ডের কাছে ভারত ইচ্ছে করে হেরেছে -এমনটা মনে করেন না দেশটির অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেন, বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটির বিপক্ষে এমন ধারণা সঠিক নয়।
পাকিস্তানের সেমিফাইনাল আটকাতেই ইংল্যান্ডের বিপক্ষে ভারত তাদের সেরাটা দেয়নি বলে পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটার সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে সাংবাদিকদের সরফরাজ বলেন, ‘না, না, এভাবে বলা ঠিক না। আমাদের কারণে ভারত হেরেছে আমি এমনটা মনে করি না। জয়ের জন্য ইংল্যান্ড ভালো খেলেছে।’