বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ পিএম, ০৮ জুলাই ২০১৯
বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে যা বললেন মাশরাফি

বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপে ব্যর্থতার দায়ও নিজের কাঁধে তুলে নেন তিনি।

টুর্নামেন্টে দল প্রত্যাশ পূরণে ব্যর্থ হয়েছেন মন্তব্য করে বিমানবন্দরে মাশরাফি বলেন, ‘দলনেতা হিসেবে ব্যর্থতার সব দায় আমার। আমার জায়গায় অন্য কেউ হলেও এমনটিই করতো। গোটা বিশ্বেই আমার পারফর্মেন্স নিয়ে আলোচনা হচ্ছে। এটি হতেই পারে। তবে সামগ্রিক বিচারে অনেক ক্ষেত্রেই আমরা অপেক্ষাকৃত ভালো পারফর্মেন্স করেছি।’

তিনি বলেন, ‘তবে যে প্রত্যাশা আমাদের ছিল সেটি হয়নি। এ জন্য আমি হতাশ। বিশ্বকাপে আমি নিজের প্রত্যাশাও পূরণ করতে পারিনি। আমরা সেমিফাইনালে যেতে পারিনি। সামিগ্রকভাবে আমাদের খেলার ধরন দেখলে বুঝা যায় যে আমরা ইতিবাচক পথেই হাঁটছি। তবে দলের যে উচ্ছাসা ছিল সেটি পূরণ করতে পারিনি।’

ভাগ্যের কিছুটা সহায়তা পেলে দল ভিন্ন কিছু করে দেখাতে পারতো বলে মন্তব্য করেন মাশরাফি। বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে আমাদের সুযোগ ছিল। যে ম্যাচটি দিয়ে হয়তো আমরা সেমিফাইনালে পৌঁছাতে পারতাম। কিন্তু সাকিব ছাড়া বাকি সবার ব্যাটিং ও বোলিংয়ের ধারাবাহিকতায় ঘাটতি ছিল। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যেরও সহায়াতর প্রয়োজন হয়। যেটি পাওয়া যায়নি। বৃষ্টির কারণে আমরা এক সপ্তাহ খেলতে পারিনি। যার সুযোগ নিয়েছে প্রতিপক্ষ।’

বাংলাদেশ অধিনায়কের মতে পাকিস্তানের কাছে হারটি দলকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, সবার ধারণা ছিল আমরা চতুর্থ স্থানে থাকতে পারব। পাকিস্তানের বিপক্ষে জয় পেলে অন্তত তালিকার পঞ্চম স্থানে জায়গা হতো। কিন্তু এখন গোটা বিশ্বকাপই অর্থহীন হয়ে গেছে।’

এদিকে বিশ্বকাপ শেষ দল দেশে ফিরলেও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস ইংল্যান্ডেই রয়ে গেছেন। সাকিব স্ত্রী ও পরিবার নিয়ে ইউরোপ সফরের জন্য দলের সঙ্গে দেশে ফিরেননি। বাকি সদস্যরা ব্যক্তিগত প্রয়োজনে ইংল্যান্ডে রয়েছেন।

চলতি মাসের শেষভাগে শ্রীলঙ্কা সিরিজের আগে কিছুদিন বিশ্রামে কাটাবে জাতীয় দলের সদস্যরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

সত্যিই সেদিন লক্ষ্যে পৌঁছতে পারবো : সাকিব

সত্যিই সেদিন লক্ষ্যে পৌঁছতে পারবো : সাকিব

মাশরাফির ভবিষ্যৎ পরিকল্পনায় নেই অবসর

মাশরাফির ভবিষ্যৎ পরিকল্পনায় নেই অবসর

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে যারা

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে যারা