সত্যিই সেদিন লক্ষ্যে পৌঁছতে পারবো : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৭ জুলাই ২০১৯
সত্যিই সেদিন লক্ষ্যে পৌঁছতে পারবো : সাকিব

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপে ভারতের কাছে হারার পর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে না পারার হতাশা থেকে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও হেরে যায় বাংলাদেশ।

আইসিসির দ্বাদশ এ বিশ্বকাপে বাংলাদেশ তাদের ৯টি খেলার মধ্যে ৮টি খেলায় (বৃষ্টির কারণে একটি পরিত্যক্ত হয়েছে) ৩টিতে জয়ে পেয়েছে। ৩ জয়ে ৬ এবং পরিত্যক্ত ম্যাচের ১ নিয়ে মোট ৭ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশ শেষ দিকে কয়েকটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়লেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের অর্জন ছিল ছোকে পড়ার মতো।

পুরো টুর্নামেন্টে ৮ ইনিংসে ব্যাট হাতে করেছেন ৬০৬ রান। যা গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ তৃতীয় ব্যক্তিগত রান। সাকিবের উপরে দুইজনের মধ্যে ৬৪৭ রান নিয়ে প্রথমে রয়েছেন ভারতের রোহিম শর্মা এবং ৬৩৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নান।

ব্যাট হাতে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সংখ্যক রান করার পাশাপাশি বল হাতেও ছিলেন দুর্দান্ত সাকিব। ৮ ইনিংসে ১১টি উইকেট শিকার করেছেন তিনি। তবে ব্যক্তিগত এমন পরফরমেন্সেও খুশি নয় সাকিব। কারণ, দল হিসেবে ভালো করতে পারেনি বাংলাদেশ।

টুর্নামেন্ট শেষে দেশের উদ্দেশে ইংল্যান্ড ছেড়েছে বাংলাদেশ দল। তবে সাকিব আপাতত দলের সঙ্গে দেশে আসছেন না। ইংল্যান্ডে কিছুদিন ছুটি কাটানোর পর তিনি দেশে ফিরবেন।

এদিকে দল ও নিজের পারফমেন্স নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব। সেখানে নিজের ও দলের সম্পর্কে কথা বলেছেন। স্পোর্টসমেইল২৪.কমের পাঠকদের জন্য সাকিবের সেই স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো-

“জয়, পরাজয় কিংবা লড়াই- সব কিছুই আমরা কাঁধে কাঁধ মিলিয়েই করি। দল যখন ভালো করে না ব্যক্তিগত অর্জনের মূল্য তখন কমে যায় অনেকটাই। বিশ্বকাপ জুড়ে দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ভালোবাসা ও দারুণ সমর্থন দিয়ে যারাই আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোটি হৃদয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে না পারায় স্বভাবতই হতাশ আমরা।”

“তবে, মনে রাখবেন আপনাদের স্বপ্নটাই আমাদের স্বপ্ন, আমরা নিজেদের সেরাটা দিয়ে জাতিকে গর্বের উপলক্ষ এনে দেয়ার চেষ্টা করেছি। কথা দিচ্ছি, জয়ের জন্য ভবিষ্যতেও আমাদের চেষ্টা থাকবে অব্যাহত। আশা করছি দারুণ পারফর্ম্যান্সে স্বপ্ন সত্যি করে সেদিন ঠিকই লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা।”

“এমন দারুণ একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসির সঙ্গে ধন্যবাদ দিতে চাই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেও। একবারও আমাদের মনে হয়নি আমরা বিদেশে রয়েছি।”

“সুসময় কিংবা দুঃসময়ে যেসকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পাশে পাই আমরা, তাদেরকে আরও একবার ধন্যবাদ দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা- সাকিব।”



শেয়ার করুন :


আরও পড়ুন

লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম

লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম

এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট : মাশরাফি

এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট : মাশরাফি

মাশরাফির ভবিষ্যৎ পরিকল্পনায় নেই অবসর

মাশরাফির ভবিষ্যৎ পরিকল্পনায় নেই অবসর

‌২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ : মাশরাফি

‌২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ : মাশরাফি