আইসিসি দ্বাদশ বিশ্বকাপের রাউন্ড পর্ব শেষ হয়েছে। এখন শুরু নক-আউট পর্বের খেলা। গ্রুপ পর্বে খেলে শেষ চার অর্থাৎ সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
পয়েন্ট টেবিলে ভারত প্রথম (১৫), অস্ট্রেলিয়া দ্বিতীয় (১৪), ইংল্যান্ড তৃতীয় (১২) এবং নিউজিল্যান্ড চতুর্থ (১১) অবস্থান অর্জন করেছে। ফলে এ চার দলের প্রতিযোগিতার মাধ্যমেই বেছে নেওয়া হবে ফাইনালের দুই দলকে।
বিশ্বকাপের এবারের টুর্নামেন্টে আগেই ঠিক করা হয়েছে সেমিফাইনালে কে কার সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দলের সঙ্গে খেলবে তালিকায় থাকা চার নম্বর দল এবং দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দ্বিতীয় ও তৃতীয় দল।
অর্থাৎ সেমিফাইনালে শীর্ষে থাকা ভারতের প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড। আর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ড।
List of points at the End of Group Stage #CWC19 pic.twitter.com/p5IhODXdAD
— Sportsmail24.com (@sportsmail24) July 7, 2019
আগামী মঙ্গলবার (৯ জুলাই) ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফােইনাল। আর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১১ জুলাই (বৃহস্পতিবার)। বার্মিংহামে সেই ম্যাচে অস্ট্রেলিয়া বিপক্ষে খেলবে স্বাগতিক ইংল্যান্ড। আর লন্ডনে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই (রোববার)।
এদিকে দক্ষিণ আফ্রিকা সপ্তম অবস্থানে ওঠে আসায় বাংলাদেশের অবস্থান এখন ৮ম স্থানে। এছাড়া পাকিস্তান ৫ম, শ্রীলঙ্কা ৬ষ্ঠ, নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ এবং সবার শেষে রয়েছে আফগানিস্তান।