ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ পিএম, ০৬ জুলাই ২০১৯
ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো শ্রীলঙ্কা

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ বিদায় নেওয়ার আগেই। তবে গ্রুপ পর্বের নিজেদের ম্যাচ বাকি থাকায় তাদের খেলতে হয়েছে। তবে শেষ ম্যাচেও জয় বঞ্চিত হয়েছে হাথুরুর শ্রীলঙ্কা।

ভারতের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরে গেছে শ্রীলঙ্কা। এ জয়ে ৯ ম্যাচে ৩ জয়, ৪ হার ও দুটি পরিত্যক্ত ম্যাচে মোট ৮ পয়েন্ট নিয়ে তালিকায় বাংলাদেশের উপরে ৬ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করলো শ্রীলঙ্কা।

অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ পর্বে নিজেদের ম্যাচ শেষ করলো ভারত। ৯ ম্যাচে শেষ ৭ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচে মোট ১৫ পয়েন্ট নিয়ে ৪৪তম ম্যাচ শেষে শীর্ষে অবস্থান করছে কোহলির ভারত।

শনিবার (৬ জুলাই) টুর্নামেন্টের ৪৪তম এবং দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করে শ্রীলঙ্কা। ব্যাট হাতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ সংগ্রহ করে শ্রীলঙ্কা।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। উদ্বোধনী জুটিতেই দু’জনে যোগ করেন ১৮৯ রান।

সাজঘরে ফেরার আগে রোহিত শর্মা হাঁকান আসরে নিজের পঞ্চম শতক। ৯৪ বলের মোকাবেলায় ১০৩ রান করেন ১৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

রোহিতের মত অবশ্য মারকুটে ছিলেন না রাহুল। তবে ১১৮ বলের মোকাবেলায় ১১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে করেন ১১১ রান। তার বিদায়ের পর দলের হাল ধরেন বিরাট কোহলি। কোহলি ৩৪ আর হার্দিক পান্ডিয়া ৭ রানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় ভারত।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ২৬৪/৭ (৫০ ওভার : ম্যাথিউস ১১৩, থিরিমান্নে ৫৩, ধনঞ্জয়া ২৯; বুমরাহ ৩৭/৩, জাদেজা ৪০/১, পান্ডিয়া ৫০/১)
ভারত ২৬৫/৩ (৪৩.৩ ওভার : রাহুল ১১১, রোহিত ১০৩, কোহলি ৩৪; রাজিথা ৪৭/১, উদানা ৫০/১)
ফল : ভারত ৭ উইকেটে জয়ী (৩৯ বল বাকি রেখে)
ম্যাচ সেরা : রোহিত শর্মা (ভারত)।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ শেষে অবসর নিতে পারেন ধোনি

বিশ্বকাপ শেষে অবসর নিতে পারেন ধোনি

সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসালেন রোহিত

সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসালেন রোহিত

ভারতকে পেয়ে আবারও বিধ্বংসী মোস্তাফিজ

ভারতকে পেয়ে আবারও বিধ্বংসী মোস্তাফিজ

অবসরের ইঙ্গিত দিলেন মালিঙ্গা

অবসরের ইঙ্গিত দিলেন মালিঙ্গা