ম্যাথুজের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সংগ্রহ ২৬৪

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৬ জুলাই ২০১৯
ম্যাথুজের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সংগ্রহ ২৬৪

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ৭ উইকেট ২৬৪ রান করেছে শ্রীলঙ্কা। এর আগে সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে।

ভারতের বিপক্ষে ব্যাট হাতে নেমেই জসপ্রিত বুমরাহর তোপে পড়েন লঙ্কানরা। ব্যক্তিগত ১০ রানেই করুনারত্নে। বুমরাহর প্রথম শিকার হন। ধোনির হাতে ক্যাচ দিয়ে ১৭ বল মোকাবেলা করে দুটি বাউন্ডারি হাকিয়ে বিদায় নেন করুনারত্নে। আরেক ওপেনার কুসল পেরেরা ভালো শুরুর ইঙ্গিত দিয়ে শুরু করলেও সেটা ধরে রাখতে পারেননি।

১৪ বল মোকাবেলায় তিন বাউন্ডিারতে ১৮ রান করে বুমরাহর দ্বিতীয় শিকারে পরিণত হলে দলীয় ৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। এরপর গত ম্যাচে সেঞ্চুরি করা আবিস্কা ফার্নান্দো ২০ ও কুসল মেন্ডিজ ৩ রানে যথাক্রমে হার্ডিক পান্ডিয়া ও টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা রবীন্দ্র জাদেজার শিকার হলে ১২তম ওভারে ৫৫ রানেই চার উইকেট হারিয়ে ফেলে উপমহাদেশের দলটি।

এমন অবস্থায় স্বল্প রানে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হলেও সেটি হতে দেননি সাবেক অধিনায়ক অভিজ্ঞ ম্যাথুজ এবং লাহিরু থিরিমান্নে। পঞ্চম উইকেট জুটিতে শক্তভাবে হাল ধরে দলের স্কোর বড়াতে থাকেন ম্যাথুজ-থিরিমান্নে। ৫৫ রানে ৪ উইকেট হারানো লঙ্কানরা ২৫তম ওভারেই পৌঁছে যায় ১০২ রানে।

দীর্ঘ দিন যাবত ইনজুরির সঙ্গে লড়াই করা ম্যাথুজের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি এবং লাহিরু থিরিমান্নের ২১তম হাফ সেঞ্চুরিতে সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় শ্রীলঙ্কা। পঞ্চম উইকেট জুটিতে তারা ১২৪ রান যোগ করার পর আঘাত হানেন স্পিনার কুল দীপ যাদব।

৬৮ বলে চার বাউন্ডারিতে ৫৩ রান করে থিরিমান্নে আউট হলে ১৭৯ রানে পঞ্চম উইকেট হারায় লঙ্কানরা। তবে এরপরও একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন ম্যাথুজ। ষষ্ঠ উইকেট জুটিতে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৬৪ বলে ৭৪ রান যোগ করে ৪৯তম ওভারে দলীয় ২৫৩ রানে আউট হন অলরাউন্ডার ম্যাথুজ।

১২৮ বল মোকাবেলায় ১০ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে ১১৩ রান করে বুমরাহ তৃতীয় শিকারে পরিণত হন ম্যাথুজ। থিসারা পেরেরা ২ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হলেও ৩৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন ডি সিলভা। ৩৭ রানে তিন উইকেট নেন বুমরাহ। এছাড়া কুমার, পান্ডিয়া,যাদেজা এবং কুলদীপ নেন ১টি করে উইকেট।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ শেষে অবসর নিতে পারেন ধোনি

বিশ্বকাপ শেষে অবসর নিতে পারেন ধোনি

সেমিফাইনালের টিকিট পেয়ে স্বস্তিতে মরগান

সেমিফাইনালের টিকিট পেয়ে স্বস্তিতে মরগান

সপ্তম স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

সপ্তম স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম

লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম