দুর্দান্ত ফর্ম নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের দ্বাদশ বিশ্বকাপ শুরু করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে বিশ্বকাপ মঞ্চে পুরোপুরি ব্যর্থ হয়েছে তিনি। উইকেট নিয়েছেন মাত্র ১টি। তবে তার বোলিংয়ে কিছু ক্যাচ মিস করেছেন ফিল্ডাররা। যার ফলে উইকেট সংখ্যা আর বাড়েনি।
প্রয়োজনীয় সময় লড়াইয়ে ফেরার সুযোগ পেয়েও হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মাশরাফির পারফরমেন্স নিয়ে প্রশ্ন ওঠে। তার অবসর নিয়েই ওঠে আলোচনা।
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে স্পষ্টভাবে মাশরাফি জানিয়ে দিয়েছিলেন, ‘অবসর নিয়ে কোন চিন্তা নেই। তবে এটিই আমার শেষ বিশ্বকাপ।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরও একবার নিজের অবসর ভাবনা নিয়ে কথা বলতে হয়েছে মাশরাফিকে। কারণ সংবাদ সম্মেলনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাও করা হয়েছিল।
মাশরাফিকে জিজ্ঞাসা করা হয়, তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। উত্তরে তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো এখান থেকে দেশে ফিরে যাওয়া।’
বাংলাদেশ ক্রিকেট দল দেশের উদ্দেশে বিমান ধরেছেন। রোববার বিকেলে ঢাকায় পা রাখবে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। এর টানা বিদেশ ভ্রমণ ও বিশ্বকাপ শেষে কিছুদিন ছুটি কাটাবেন তারা।
এদিকে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়া কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে নিরাপত্তা ইস্যুতে এখনো তা চূড়ান্ত করা হয়নি। এছাড়া সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরেজে স্বাগতিক বাংলাদেশ ছাড়া অপর দুই দল হলো আফগানিস্তান ও জিম্বাবুয়ে।