দেশের উদ্দেশে রাতে ইংল্যান্ড ছাড়বে মাশরাফি-সাকিবরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৬ জুলাই ২০১৯
দেশের উদ্দেশে রাতে ইংল্যান্ড ছাড়বে মাশরাফি-সাকিবরা

ফাইল ছবি

দ্বাদশ বিশ্বকাপ শেষে হতাশা নিয়ে দেশের উদ্দেশে আজ রাতে ইংল্যান্ড ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। লন্ডন থেকে শনিবার (৬ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে মাশরাফির দল। রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করবে তাদেরকে বহনকারী বিমানটি।

জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় তারা। তবে একই ভেন্যুতে পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পরও ২ উইকেটে ম্যাচ হারে টাইগাররা। নিউজিল্যান্ডের হারের পর কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। ১০৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ম্যাচে ১২১ রান করোছেলেন সাকিব।

দু’হারের পর জয়ের প্রত্যাশা নিয়ে ব্রিস্টলে যায় মাশরাফিবাহিনী। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ঐ ম্যাচেও হতাশা সঙ্গী হয় বাংলাদেশের। কারণ বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচটি। ফলে লঙ্কানদের সাথে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ।

প্রথম ৪ ম্যাচ থেকে মাত্র ১টি জয়, হতাশার বৃত্তে ঘুরপাক খেতে থাকে বাংলাদেশ। সেই হতাশা পরের ম্যাচে দূর হয়। আবারও বাংলাদেশকে জয়ের ধারায় ফেরান সাকিব আল হাসান। টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। ৩২২ রানের জয়ের লক্ষ্যে সাকিবের ১২৪ ও লিটন দাসের ৯৪ রানে জয়ের ধারায় ফিরে টাইগাররা।

আরও পড়ুন> এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট : মাশরাফি

তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ। নটিংহামে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টাইগাররা। ৪৮ রানে ম্যাচ হারে তারা। অস্ট্রেলিয়ার ৫ উইকেটে ৩৮১ রানের জবাবে মুশফিকুর রহিমের অপরাজিত ১০২ রানে ৮ উইকেটে ৩৩৩ রান করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা কঠিন হয়ে পড়ে। সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প পথ খোলা ছিল না বাংলাদেশের। শেষ পর্যন্ত সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ৬২ রানে জয় পায় টাইগাররা। ব্যাট হাতে ৫১ রান করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট নেন সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেঁচে থাকে। কিন্তু কঠিন সমীকরণের ফাঁদে পড়ে যায় বাংলাদেশ। সেমিতে খেলতে হলে লিগ পর্বের শেষ দুই ম্যাচে জিততেই হবে টাইগারদের। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ভারতের কাছে হেরে সেমির আশা ভঙ্গ হয়। বার্মিংহামে ভারতের কাছে ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।

আরও পড়ুন> মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

লিগ পর্বের এক ম্যাচ বাকি থাকতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেও জয় দিয়ে আসর শেষ করার তাগাদা ছিল বাংলাদেশের। তবে সেটিও হয়নি। শুক্রবার (৫ জুলাই) নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানে ম্যাচ হেরে যায় মাশরাফির দল।সেমিফাইনালে খেলতে না পারা এবং হার দিয়ে বিশ্বকাপ শেষ করার হতাশা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ।

বিশ্বকাপে গ্রুপ পর্বের ৯ ম্যাচে ৮ খেলায় ৩টি জয় ও একটি পরিত্যক্ত ম্যাচে মোট ৭ পয়েন্ট নিয়ে তালিকায় ৭ নম্বরে থেকেই বিশ্বকাপ শেষ হয় বাংলাদেশের।



শেয়ার করুন :


আরও পড়ুন

সপ্তম স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

সপ্তম স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম

লর্ডসের অনার্স বোর্ডে যুক্ত হলো মোস্তাফিজের নাম

সমান পয়েন্ট নিয়েও পাকিস্তানের বিদায়

সমান পয়েন্ট নিয়েও পাকিস্তানের বিদায়

শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ