সপ্তম স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৮ পিএম, ০৫ জুলাই ২০১৯
সপ্তম স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

ছবি : গেটি ইমেজ

দ্বাদশ বিশ্বকাপের শুরু হয়েছিল দারুণভাবে, তবে শেষ তেমন হলো না। নিজেদের শেষ দুই ম্যাচেই হেরে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ। ভারতের কাছে হার দিয়ে সেমির স্বপ্ন খোয়ানোর পর শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ৯৪ রানের পরাজয় বরণ করলো বাংলাদেশ।

শুক্রবার (৫ জুলাই) টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪১.১ ওভারে ২২১ রান সংগ্রহ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস।

এ হারে গ্রুপ পর্বের ৯ ম্যাচে ৩ জয় ও এক পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট নিয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে থেকেই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ। অন্যদিকে ৯ ম্যাচে ৫ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচে মোট ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করলো পাকিস্তান।

পাকিস্তানের জন্য অনেকটা দুর্ভাগ্যই বিষয়। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের সমান সংখ্যক ১১ পয়েন্ট নিয়েও সেমিতে খেলতে পারছে না তারা। কারণ, নিউজিল্যান্ডের চেয়ে রান রেটে পিছেয়ে রয়েছে পাকিস্তান।

৩১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার দলকে সেভাবে শুরু এনে দিতে পারেননি। সৌম্য সরকার ২২ এবং তামিম ইকবাল ব্যক্তিগত ৪ রানে আউট হয়েছেন। হতাশ করেছেন মুশফিকুর রহীমও, তিনি করেছেন ১৪ রান।

চতুর্থ উইকেটে দারুণ ব্যাটিং করেছেন সাকিব আল হাসান ও লিটন দাস। তাদের ৫৮ রানের জুটিটি শেষ পর্যন্ত ভেঙে দেন শাহীন শাহ আফ্রিদি। ৪০ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রান করা লিটনকে স্লোয়ার ডেলিভারিতে আউট করেন পাকিস্তানি এ পেসার।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসান আরও একটি ফিফটি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তবে ৭৭ বলে ৬ বাউন্ডারিতে গড়া ৬৪ রানের ইনিংসটি থামিয়ে দেন শাহীন আফ্রিদি। আউট হওয়ার আগে বিশ্বের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬ শতাধিক রান করার রেকর্ড গড়েন সাকিব।

৮ ইনিংসে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করেছেন সাকিব। তার আগে শুধুমাত্র শচিন টেন্ডুলকার ও ম্যাথু হেইডেনই এক আসরে ৬শ’র বেশি রান করেছিলেন।

সাকিবের বিদায়ের পর বাংলাদেশের অলআউট হতে বেশিক্ষণ লাগেনি। শাহীন শাহ আফ্রিদি একাই নেন ৬ উইকেট, গড়েন বিশ্বকাপের ইতিহাসের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ফাইফার নেওয়ারও রেকর্ড।

শেষ দিকে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদ ৩১, মোসাদ্দেক হোসেন ১৬ ও মাশরাফি বিন মর্তুজা ১৫ রান করেন। টাইগারদের ইনিংস থামে ৪৪.১ ওভারে ২২১ রানে। বরণ করে ৯৪ রানের পরাজয়।

এর আগে মোস্তাফিজুর রহমানের শেষ সময়ের বোলিং ঝলকের পরও ওপেনার ইমাম উল হকের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩১৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে পাকিস্তান। ৭৫ রান খরচ করে ৫ উইকেট নেন মোস্তাফিজ। এছাড়া ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দীন। 

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৩১৫/৯, ৫০ ওভার (ইমাম ১০০, বাবর ৯৬, ইমাদ ৪৩, মুস্তাফিজ ৫/৭৫)
বাংলাদেশ : ২২১/১০, ৪৪.১ ওভার (সাকিব ৬৪, লিটন ৩২, আফ্রিদি ৬/৩৫)
ফল : পাকিস্তান ৯৪ রানে জয়ী
ম্যাচ সেরা : শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।



শেয়ার করুন :


আরও পড়ুন

শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

শততম উইকেট শিকারে চতুর্থ ও ৪৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট : মাশরাফি

এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট : মাশরাফি

সেমির হতাশা থাকলেও মাশরাফি-তামিমদের নিয়ে গর্বিত রোডস

সেমির হতাশা থাকলেও মাশরাফি-তামিমদের নিয়ে গর্বিত রোডস