বাংলাদেশের ক্রিকেটের মহানায়ক মাশরাফি বিন মর্তুজার যে এটিই (দ্বাদশ বিশ্বকাপ) শেষ বিশ্বকাপ এটা সবারই জানা। বিশ্বকাপে যাওয়ার আগে এ তথ্য তিনি নিজেই জানিয়ে গেছেন। আর সেমিফাইনালে খেলতে না পারা বাংলাদেশের আজকের ম্যাচই দ্বাদশ বিশ্বকাপের শেষ ম্যাচ। ফলে মাশরাফিরও বিশ্বকাপে এটিই শেষ ম্যাচ।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে টস করতে গিয়ে সে কথা আবারও স্মরণ করে দিলেন মাশরাফি নিজেই। এটা বলার অবশ্য কারণও আছে। গতকাল সংবাদ সম্মেলনে আসেননি মাশরাফি। ফলে গুঞ্জন শুরু হয় তার অবসর নিয়েও। এমননি আজ পাকিস্তানের বিপক্ষে খেলবেন কি খেলবেন না এটা নিয়ে নানা মহল থেকে সংশয় তৈরি হয়।
এদিকে দেশের নানা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সরকারে আসন্ন সম্প্রসারণ মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন মাশরাফি। এমন গুঞ্জন বা সংবাদ মাশরাফিরও হয়তো অজানা নয়, তাই টস করতে তিনি আবারও জানিয়ে দিলেন এটাই তার বিশ্বকাডেপর শেষ ম্যাচ।
টসে হেরে প্রথমে ফিল্ডিং পেয়ে মাশরাফি বলেন, ‘টস জিতলে আমরাও (বাংলাদেশ) প্রথমে ব্যাট করতাম। দলে দুটি পরিবর্তন এসেছে। সাব্বিরের পরিবর্তে মাহমুদউল্লাহ এবং রুবেলের পরিবর্তে মেহেদী একাদশে খেলছে।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা ভালো খেলেছি। কিন্তু তারা আজ প্রথম শুরু করেছে। জয় পাওয়া সহজ হবে না। আর এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট।’
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দীন এবং মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহিন আফ্রিদি।