সেমির হতাশা থাকলেও মাশরাফি-তামিমদের নিয়ে গর্বিত রোডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৩ জুলাই ২০১৯
সেমির হতাশা থাকলেও মাশরাফি-তামিমদের নিয়ে গর্বিত রোডস

ফাইল ছবি

লক্ষ্য ছিল দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা। তবে ভারতের কাছে ২৮ রানে হেরে লিগ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই সেই আশার মৃত্যু ঘটেছে টাইগারদের। ভারাক্রান্ত মন-হতাশায় পুরো টাইগার ভক্তকূল। তবে এমন খেলার মাঝেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন বাংলাদেশ প্রধান কোচ স্টিভ রোডস। অবশ্য দলের খেলোয়াড়দের আগলে রাখতে এটাও তার দায়িত্ব। হতাশা থাকলেও মাশরাফি-সাকিব-তামিমদের নিয়ে গর্ব বোধ তিনি।

বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারলেও বিশ্বকাপের বাংলাদেশ দলকে নিয়ে গর্বিত রোডস। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন রোডস।

টাইগার কোচ রোডস বলেন, ‘আমি হতাশ নই। আমরা তিনটি ম্যাচ জিতেছি। বড় বড় দু’টি দলকে হারিয়েছি। সেটাও অনেক কৃতিত্বের, গর্বের। আমি আমার দলকে নিয়ে সন্তুষ্ট, গর্বিত। ছেলেরা ভালো করেছে। ভালো পারফরমেন্স করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে।’

ভারতের বিপক্ষে ম্যাচের শুরুতেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে মনে করেন রোডস। কারণ, টস খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন তিনি। বলেন, ‘আমার কাছে মনে হয়, এ উইকেটে টস খুব গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচ যত গড়িয়েছে উইকেট তত স্লো হয়েছে। পরের দিকে আমরা ভালো বোলিং করেছি। ভারতের বোলাররাও ভালো বল করেছে। তাদের কৃতিত্ব দিতে হবে। তারা ভালোভাবে উইকেট ব্যবহার করেছে।’

বাংলাদেশ বোলারদের প্রশংসাও করেছেন রোডস। বলেন, ‘ভারত যেভাবে শুরু করেছিল, তাতে মনে হয়েছিল ৩৮০ থেকে ৪০০ রান করে ফেলবে তারা। কিন্তু বাংলাদেশের বোলাররা সেটি হতে দেয়নি। অসাধারণভাবে ঘুড়ে দাঁড়ায়, ভারতের রানের লাগাম টেনে ধরে। আমাদের শুরুটা ভালো হয়নি। তারপরও ছেলেরা ভালো করেছে। ভাগ্য সহায় হলে হয়তো অন্য কিছু হতে পারতো।’

বোলাররা ভালো করার পরও ভারত ৩০ রান বেশি করতে পেরেছে বলে মনে করেন রোডস। বলেন, ‘উইকেট সহজ ছিল বলেই ভারতীয়রা ৩০ রান বেশি করতে পেরেছে। একই উইকেট পরের সেশনে স্লো হয়ে পড়েছিল। তাই স্বচ্ছন্দ্য ও সাবলীল ব্যাটিং করা সম্ভব হয়নি। আমরা ৩০ রান বেশি দিয়েছি, আর হেরেছি ২৮ রানে।’

মঙ্গলবার (২ জুলাই) ভারতের জয়ের নায়ক ওপেনার রোহিত শর্মা। ৯২ বলে ১০৪ রানের দারুন ইনিংস খেলেন তিনি। তবে এই ইনিংসটি ব্যক্তিগত ৯ রানেই থেমে যেতে পারতো। যদি না বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ক্যাচ ফেলে না দিতেন। তবে তামিমের ওই ক্যাচ ড্রপ বা তার বড় ইনিংস খেলতে না পারায় হতাশ নন রোডস।

তামিমের পাশেই দাঁড়িয়েছেন টাইগার কোচ। বলেন, ‘আসলে তামিমের ভাগ্য সহায় ছিল না। সে সর্বাত্মক চেষ্টা করেছে ভালো করতে। অনুশীলনে প্রচুর পরিশ্রম ও বাড়তি ঘাম ঝরিয়েছে। অনেক মন দিয়ে ব্যাটিং অনুশীলন করেছে। কিন্তু ভাগ্য সহায় না থাকায় রান পায়নি। আসলে কখনো কখনো এমন হয়, অনেক চেষ্টা করেও সাফল্য পাওয়া যায় না। তামিমের ক্ষেত্রেও হয়ত তাই হয়েছে। ভুলে গেলে চলবে না, তামিম দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। অনেক ম্যাচের জয়ের নায়কও তিনি। অতীতে তার হাত ধরেই অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশ। ক্রিকেটে এমন হতে পারে। ওই ক্যাচে মাশুল আমরা দিয়েছি। তবে এটি নিয়ে সমালোচনা করার পক্ষে আমি নই।’

প্রশ্ন উঠছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির ফর্ম নিয়েও। এখানেও মাশরাফির পাশে দাঁড়িয়েছেন রোডস। অধিনায়কের প্রশংসা করেছেন। রোডস বলেন, ‘মাশরাফি অনেক চেষ্টা করেছে। সে সাহসী যোদ্ধা। আজ একটা সময় নিজেকে দলের প্রয়োজনে বোলিং থেকে সরিয়ে নিয়েছে। এমন সিদ্বান্ত সব অধিনায়ক নিতে পারে না। সাহস প্রয়োজন হয়। বাংলাদেশের ক্রিকেটের এক সফল সেনাপতি মাশরাফি। এছাড়া দারুন এক মানুষ মাশরাফি। দলের জন্য তার অবদান অস্বীকার করা যাবে না।’

আগামী ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শেষ করতে চান রোডস। বলেন, ‘অবশ্যই চেষ্টা করবো, সাফল্য দিয়েই যেন বিশ্বকাপের ইতি টানতে পারি।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-পাকিস্তান নয়, নতুন আকর্ষণ ভারত-বাংলাদেশ

ভারত-পাকিস্তান নয়, নতুন আকর্ষণ ভারত-বাংলাদেশ

বাংলাদেশ-ভারত ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

বাংলাদেশ-ভারত ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

ভারতকে পেয়ে আবারও বিধ্বংসী মোস্তাফিজ

ভারতকে পেয়ে আবারও বিধ্বংসী মোস্তাফিজ

ডাবল সেঞ্চুরির ম্যাচে হতাশ করেছেন তামিম

ডাবল সেঞ্চুরির ম্যাচে হতাশ করেছেন তামিম