সমালোচনার জবাব দিতে চেয়েছিলাম : সাইফউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৩ জুলাই ২০১৯
সমালোচনার জবাব দিতে চেয়েছিলাম : সাইফউদ্দিন

সাকিব-তামিম-মুশফিকের বিদায়ের পর দলের হাল ধরা মতো কেউই ছিল না। কিন্তু তারপরেও হাল ছাড়েনি মোহাম্মদ সাইফউদ্দিন। পরাজয় নিশ্চিত জেনেও আত্মবিশ্বাসের সঙ্গেই লড়াই করেছেন তিনি। বোলার হওয়া সত্ত্বেও অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে একটা সময়ে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয় উপহার দিতে ব্যর্থ হন সাইফউদ্দিন।

মঙ্গলবার (৩ জুলাই) ইংল্যান্ডের বার্মিংহামে ভারতের বিপক্ষে ৩১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৮ রানে হেরে যায় বাংলাদেশ।

খেলা শেষে মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, সম্প্রতি আমাকে নিয়ে খবর প্রকাশ হয়েছে। আমি নাকি বড় দলের বিপক্ষে খেলার ভয়ে ইনজুরির অজুহাত দেখিয়েছি। এই ব্যাপারটাই আমার মধ্যে জেদ তৈরি করেছিল। তাই বড় দলের বিপক্ষে ম্যাচ জিতিয়ে হিরো হতে চেয়েছিলাম। এই তারণা থেকেই ব্যাটিং করেছি।

সাইফউদ্দিন বলেন, এই ম্যাচে মাঠে নামার পর থেকেই আমার ইচ্ছা ছিল ম্যাচ জেতানোর। যাতে আমার নামে যেসব কথা ছড়াচ্ছে এগুলোকে ভুল প্রমাণিত করতে পারি। আমরা খেলোয়াড়রা কিছু বলতে পারি না। মাঠেই আমাদের জবাব দিতে হয়। সেই চেষ্টাই করেছি। সমালোচনার জবাব দিতে চেয়েছি।

ভারতের বিপক্ষে ৩৮ বলে নয়টি চারের সাহায্যে ৫১ রানের হার না মানা ইনিংস খেলা সাইফউদ্দিন আরও বলেন, দলকে জিতিয়ে আসতে চেয়েছিলাম। এমন সুযোগের অপেক্ষায় ছিলাম। আজ ব্যাটে-বলেও হচ্ছিল ভালো। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি, খারাপ লাগার মত একটি দিন।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে চোটের কারণে খেলতে পারেনি সাইফউদ্দিন। সে সময় দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রচার হয় বড় দলের বিপক্ষে খেলার ভয়েই ইনজুরির অজুহাত দিয়েছেন সাইফউদ্দিন।



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমকে নিয়ে যা বললেন মাশরাফি

তামিমকে নিয়ে যা বললেন মাশরাফি

ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলাদেশ, সেমির স্বপ্নের মৃত্যু

ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলাদেশ, সেমির স্বপ্নের মৃত্যু

ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ

ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

অবসর নিয়ে যা বললেন মাশরাফি