ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলাদেশ, সেমির স্বপ্নের মৃত্যু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ পিএম, ০২ জুলাই ২০১৯
ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলাদেশ, সেমির স্বপ্নের মৃত্যু

ছবি : গেটি ইমেজ

হলো না, পারলো না, তীরে গিয়ে আবারও ডুবলো বাংলাদেশ। ভারতের কাছে ব্যাটিং ব্যর্থতায় হেরে গিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের খেলার স্বপ্নের মৃত্যু ঘটলো বাংলাদেশের।

ভারতের ছুড়ে দেওয়া ৩১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভারেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের বিপক্ষে ২৮ রানের জয় তুলে নিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে কোহির ভারত।

চলমান বিশ্বকাপে তিনবার ৩ শতাধিক রান করেছে। তবে আজ ব্যাট হরতে নেমে শুরু থেকেই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে টাইগারদের ব্যাটসম্যানরা। টপ অর্ডারে সাকিব আল হাসান আর শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ছাড়া ব্যাট হাতে তেমন কেউই ভালো করতে পারেননি।

৩১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯.৩ ওভারে ৩৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তামিম ইকবাল। ৩১ বলে ২২ রান করে মোহাম্মদ সামির বলে বোল্ড হন তিনি।

তামিম ফেরার পর সৌম্যকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেটে তাদের ৩৫ রানের জুটিটি ভাঙে হার্দিক পান্ডিয়ার বলে, ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে ভুল শটে আউট হন সৌম্য।

সৌম্য ফিরে গেলেও দলের ব্যাটিংয়ের স্তম্ভ মুশফিকুর রহীম দারুণ স্বচ্ছন্দ্যেই শুরু করেন। ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২৪ রান তুলে সুইপ করতে গিয়ে ফাঁদে পড়েন। ইয়ুজবেন্দ্র চাহালের বলে মিডউইকেটে মোহাম্মদ শামির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

মুশফিকের পর হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা হাঁকানোর এক বল পরই পুল করতে গিয়ে শর্ট মিড দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন লিটন কুমার দাস। ২৪ বলে ২২ রান করেন লিটন। লিটনের পর বেশিক্ষণ থাকতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকতও। ৩৩তম ওভারে দলীয় ১৭৩ রানের মাথায় জাসপ্রিত বুমরাহর স্লোয়ার ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান মোসাদ্দেক।

ব্যাট হাতে একে একে টাইগার ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিলেও একপ্রান্ত আগলে রেখে খেলেন সাকিব আল হাসান। তবে তাকে কেউ সঙ্গ দিতে পারেনি কেউ।  নিঃসঙ্গ যোদ্ধা সাকিবও আর বেশি দূর যেতে পারেননি। ইনিংসের ৩৪তম ওভারের পঞ্চম বলে হার্দিক পান্ডিয়ার স্লোয়ার ডেলিভারিতে শর্ট কভারে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন। ৬ চারের মারে ৭৪ বলে ৬৬ রান করেন সাকিব।

দলের আশা-ভরসার সবচেয়ে বড় প্রতীক সাকিব সাকিব আল হাসানের বিদায়ের পর হারের শঙ্কায় পড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দুই তরুণ সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সপ্তম উইকেটে দু’জন মিলে রান তুলেছেন বলের সঙ্গে পাল্লা দিয়েই। ৪৪তম ওভারের প্রথম বলে সাব্বির আউট হওয়ার আগে দু’জনে করেন ৫৬ বলে ৬৬ রান। জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হওয়া সাব্বির ৩৬ বল খেলে করেন ৩৬ রান।

এরপর একাই লড়াই করেন সাইফউদ্দিন। অধিনায়ক মাশরাফি, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান কেউ তাকে সঙ্গ দিতে পারেননি।

৪৮ ওভারের শেষ বলে মোস্তাফিজ বোল্ড হলে দুই ওভার বাকি থাকতেই ২৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করা সাইফউদ্দিন অপরাজিত থাকেন ৩৮ বলে ৫১ রান নিয়ে।

ভারতের পক্ষে ৪ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও ইয়ুজভেন্দ্র চাহাল। ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে সেঞ্চুরি করা রোহিত শর্মা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে রোহিম শর্মা সেঞ্চুরি ও কেএল রাহুলের ৭৭ রানের উপর ভর করে ৩১৪ রান সংগ্রহ করে।

এ জয়ে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ২ নম্বরে ওঠে গেছে ভারত। একই সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা তাদের নিশ্চিত হয়েছে। অন্যদিকে এ ম্যাচে হারের ফলে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরেই থাকলো, একই সঙ্গে চলমান বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্নের মৃত্যু ঘটেছে বাংলাদেশের।



শেয়ার করুন :


আরও পড়ুন

ডাবল সেঞ্চুরির ম্যাচে হতাশ করেছেন তামিম

ডাবল সেঞ্চুরির ম্যাচে হতাশ করেছেন তামিম

ভারতকে পেয়ে আবারও বিধ্বংসী মোস্তাফিজ

ভারতকে পেয়ে আবারও বিধ্বংসী মোস্তাফিজ

ভারত-পাকিস্তান নয়, নতুন আকর্ষণ ভারত-বাংলাদেশ

ভারত-পাকিস্তান নয়, নতুন আকর্ষণ ভারত-বাংলাদেশ

বাদ পড়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশকে টপকালো শ্রীলঙ্কা

বাদ পড়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশকে টপকালো শ্রীলঙ্কা