ভারত যেন তার সেরা প্রতিপক্ষ! তা আবারও প্রমাণ করলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২ জুলাই) বার্মিংহামের এডজবাস্টনে ভারতের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন ফিজ।
টস জিতে প্রথমে ব্যাট করা ভারতের বিপক্ষে ১০ ওভারে ১ মেডেনে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এ নিয়ে চতুর্থবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন ফিজ। এর মধ্যে তিনবারই ভারতের বিপক্ষে। অন্যটি জিম্বাবুয়ের বিপক্ষে।
২০১৫ সালে ঢাকায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয় মোস্তাফিজের। প্রথম দুই ম্যাচেই চমক দেখান তিনি। ৫০ রানে ৫ ও ৪৩ রানে ৬ উইকেট নেন ফিজ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫৭ রানে ২ উইকেট নিয়েছিলেন এ বাঁ-হাতি পেসার। এমন নৈপূণ্যে সিরিজে সেরা খেলোয়াড় হয়েছিলেন মোস্তাফিজ।
এরপর ওই বছরই ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ৫ উইকেট নেন মোস্তাফিজ। কিন্তু চতুর্থবারের মত ৫ উইকেট পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হলো ফিজকে। ২০১৫ সালের পর আজ (মঙ্গলবার) আবারও বল হাতে ৫ উইকেট নিলেন তিনি। তাও আবার প্রতিপক্ষ ভারত।
বিশ্বকাপের ৪০তম ম্যাচে মঙ্গলবার ভারতের অধিনায়ক বিরাট কোহলি-হার্ডিক পান্ডিয়া-মহেন্দ্র সিং ধোনি-দিনেশ কার্তিক-মোহাম্মদ সামিকে শিকার করেন মোস্তাফিজ। এ ম্যাচে ৫ উইকেট নিয়ে এবারের আসরে নিজের সেরাটাই দেখাচ্ছেন মোস্তাফিজ।
বিশ্বকাপের এখন পর্যন্ত ৭ ইনিংসে ৪০৯ রান দিয়ে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি, ইংল্যান্ডের বিপক্ষে ১টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১টি, আফগানিস্তানের বিপক্ষে ২টি এবং ভারতের বিপক্ষে ৫টি উইকেট নিয়েছে মোস্তাফিজ।