ইনজুরির কারণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না টাইগারদের ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় কাফ মাসলে পাওয়া ব্যথা না কমায় তিনি খেলতে পারছেন না।
ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ ছাড়াও একাদশে জায়গা পাননি মেহিদী হাসান মিরাজ। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন টাইগার পেসার রুবেল হোসেন ও সাব্বির রুম্মান।
এজবাস্টনের মাঠ ছোট এবং স্পিনাররা সুবিধা করতে না পারায় মিরাজকে বসিয়ে রেখে বাড়তি এক পেসার হিসেবে রুবেলকে একাদশে অন্তর্ভুক্ত করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। আর মাহমুদউল্লার পরিবর্তে নেওয়া হয়েছে সাব্বিরকে।
বাংলাদেশের বিপক্ষে ভারতীয় একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার কুলদীপ যাদবেন পরিবর্তে নেওয়া হয়েছে পেসার ভুবনেশ্বর কুমারকে। কেদার যাদবের পরিবর্তে একাদশে ঢুকেছেন দিনেশ কার্তিক।
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ঋষভ পন্থ, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্রা চাহাল, এমএস ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, হার্ডিক পান্ডিয়া, কেএল রাহুল।