বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।সেই লক্ষ্যে টস ভাগ্যকে পাশে পেল না তারা। হেরে গেছেন কাপ্তান মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবার (২ জুলাই) বার্মিংহামের এজবাস্টনে বিশ্বকাপের ৪০তম এ ম্যাচে টসের কয়েন মাশরাফি আকাশের দিকে ছুড়ে মারলেও টস ভাগ্যে জয়ী হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। ইনজুরি আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় ঢুকেছেন সাব্বির রহমান। আর মেহেদী হাসান মিরাজের স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন রুবেল হোসেন।
বিশ্বকাপের লিগ পর্বের পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে ভারত। বিরাট কোহলিদের অর্জন ৭ ম্যাচে ১১ পয়েন্ট। এ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই তারা নিশ্চিত করবে সেমি-ফাইনাল।
অন্যদিকে, বাংলাদেশ সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার সাতে। এ ম্যাচে ভারতের বিপক্ষে জেতার বিকল্প নেই টাইগারদের। হারলেই বেজে যাবে বিদায় ঘণ্টা। টিকে থাকবে সম্ভাবনা। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকেও হারাতে হবে তাদের।
আইসিসির সবশেষ র্যাংকিং অনুসারে ভারতের অবস্থান দুই নম্বরে। আর বাংলাদেশ আছে সাতে। শুধু র্যাংকিংই নয়! পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে কয়েক ধাপ এগিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
বিশ্বকাপে দল দুটি প্রথম মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সেবার প্রথম দেখাতেই শক্তিশালী ভারতকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল টাইগাররা। তবে ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতে জয় পায় ভারত।
প্রতিবেশী দেশ দুটি ওয়ানডেতে এ পর্যন্ত খেলেছে ৩৫টি ম্যাচ। এর মধ্যে ভারত জিতে ২৯টিতে আর বাংলাদেশ জয় পায় ৫টি ম্যাচে। একটি ম্যাচে রেজাল্ট হয়নি। এই লড়াইয়ে ধারে ও ভারে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে ভারত।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ পন্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার।