ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে পারবেন কি-না, তা এখনও নিশ্চিত নয়। ম্যাচের আগ পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করা হবে এবং তাকে খেলানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মঙ্গলবার (২ জুলাই) বার্মিংহামের এডজবাস্টনে ভারতের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এ ম্যাচটি।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে সোমবার (১ জুলাই) মাশরাফি বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে এখনো ফিজিও ফাইনাল কিছু বলেনি। এখনো কিছু সময় হাতে আছে। তারপরে দেখে বলবে।’
গত ২৪ জুন সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় কাফ মাসেলে ব্যাথা পান মাহমুদউল্লাহ। এরপর তিনদিন ক্র্যাচ দিয়ে হাটা-চলা করেন তিনি। বিশ্রামেও ছিলেন।
গত শুক্রবার ক্র্যাচ ছেড়ে স্বাভাবিক হাটঁতে শুরু করেন মাহমুদুল্লাহ। গত রোববার ব্যাট হাতে অনুশীলনও করেছেন ডান-হাতি এ ব্যাটসম্যান। তারপরও মাহমুদউল্লাহ’র ব্যাপারে ম্যাচের আগে চূূড়ান্ত সিদ্বান্তে যাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।