ভারত-ইংল্যান্ড ম্যাচ, পরিসংখ্যানে এগিয়ে যারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ পিএম, ৩০ জুন ২০১৯
ভারত-ইংল্যান্ড ম্যাচ, পরিসংখ্যানে এগিয়ে যারা

বিশ্বকাপে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই ফেবারিট ভারত-ইংল্যান্ডের খেলা। এই ম্যাচে জয় পেলে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আর হারলেও আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে দুই ম্যাচ। তবে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থাকা স্বাগতিক ইংল্যান্ডের জয়ের বিকল্প নেই।

স্বাগতিকরা হারলে সুযোগ তৈরি হবে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার। তাই খুব সহজেই বলা যায়, আজকের ম্যাচে বাড়তি চাপ নিয়েই খেলতে হবে মরগানদের। মাঠের চাপের পাশাপাশি মাঠের বাইরের সমালোচনার চাপ তো আছেই। এই হিসেবে এগিয়ে থাকবে ভারত। পরিসংখ্যানও কথা বলছে ভারতে পক্ষে।

ওয়ানডে ক্রিকেটে ভারত-ইংল্যান্ড ৯৯ বারের দেখায় ইংল্যান্ডের ৪১ জয়ের বিপরীতে ভারতের জয় ৫৩ ম্যাচে। বাকি ৫ ম্যাচের ৩টি ফলহীন এবং ২টি টাই। আর বিশ্বকাপে মুখোমুখি ৭ বারের দেখায় ভারত-ইংল্যান্ড দু’দলের জয়ই সমান ৩টি করে। বাকি ম্যাচটি টাই হয়।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দলীয় সর্বোচ্চ ২০০৮ সালে রাজকোটে ৫ উইকেটে ৩৮৭ রান। আর ইংল্যান্ডের ২০১৮ সালের কটকে ৩৬৬ রান। আর ভারতের দলীয় সর্বনিম্ন ১৯৭৫ লর্ডসে তিন উইকেটে ১৩২ রান। আর ইংল্যান্ডের সংগ্রহ ২০০৬ সালে জয়পুরে ১০ উইকেটে ১২৫ রান।

দু’দলের খেলায় সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের যুবরাজ, ১৫২৩ রান। ইংল্যান্ডের ইয়ান বেলের ১১৬৩ রান। সর্বোচ্চ উইকেট ভারতের রবীন্দ্র জাদেজার, ৩৭ উইকেট। আর ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের ৪০ উইকেট।



শেয়ার করুন :


আরও পড়ুন

‘এ’ দলে ডাক পেয়েছেন জাতীয় দলের ৮ ক্রিকেটার

‘এ’ দলে ডাক পেয়েছেন জাতীয় দলের ৮ ক্রিকেটার

আমি সর্বকালের সেরাদের মধ্যে পড়ি সন্দেহ নেই: গেইল

আমি সর্বকালের সেরাদের মধ্যে পড়ি সন্দেহ নেই: গেইল

ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ

ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ

কমলা রঙের জার্সিতে খেলবে ভারত

কমলা রঙের জার্সিতে খেলবে ভারত