স্টার্ক-বুমরাহদের চেয়ে এগিয়ে সাইফউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৯ জুন ২০১৯
স্টার্ক-বুমরাহদের চেয়ে এগিয়ে সাইফউদ্দিন

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। মালিঙ্গার কাছাকাছি যেতে না পারলেও সাইফউদ্দিন এখন পর্যন্ত এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন এবং ভারতের জাসপ্রিত বুমরাহদের থেকে।

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৫ ওভার পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬টি ইয়র্কার ডেলিভারি করেছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ২৫টি ইয়র্কার ডেলিভারির মাধ্যমে সাইফউদ্দিন আছেন মালিঙ্গার পরই।

সবচেয়ে বেশি উইকেট শিকারি স্টার্ক ইয়র্কার ডেলিভারি করেছেন ২৪টি, অর্থাৎ সাইফউদ্দিনের চেয়ে একটি কম। চতুর্থ স্থানে থাকা স্টয়নিসের ইয়র্কার ডেলিভারির সংখ্যা ১৯টি। আর ফার্গুসন ও বুমরাহ দুজনই ইয়র্কার করেছেন ১৮টি করে।

ব্যাটসম্যানদের স্বর্গ খ্যাত ইংল্যান্ডের উইকেটগুলোতে বাংলাদেশের অন্য পেসাররা খুব একটা কার্যকরী ভূমিকা রাখতে না পারলেও ব্যতিক্রম ডানহাতি এই পেসার। নিয়ন্ত্রিত বোলিং, ইয়র্কার বিপাকে ফেলছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের।

sportsmail24

এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে সাকিব আল হাসানের সমান ১০টি উইকেট পেলেও বিশ্বসেরা অলরাউন্ডার এক ম্যাচ বেশি খেলায় এগিয়ে আছেন সাইফউদ্দিনই। আরও একটি দিক থেকে এগিয়ে রয়েছেন এই পেসার। চলতি বিশ্বকাপে ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের বিপদে ফেলা বোলারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাইফউদ্দিন।

চলতি বিশ্বকাপে উইকেট শিকারে সবার ওপরে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান এ পেসার সাত ম্যাচে ১৯ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন। ছয় ম্যাচে ১৬ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে পাকিস্তানের মোহাম্মদ আমির। সাত ম্যাচে ১৬ উইকেট শিকার করে তিনে আছেন ইংল্যান্ডের তরুণ পেসার জফরা আর্চার।

ছয় ম্যাচে ১৫ উইকেট শিকার করে চারে নিউজিল্যান্ডের লুকি ফার্গুনসন। আর পাঁচ ম্যাচে ১০ উইকেট শিকার করে এই তালিয়কায় ১০ নম্বর আছেন সাইফউদ্দিন। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১০ উইকেট শিকার করে ১১ নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।



শেয়ার করুন :


আরও পড়ুন

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমিফাইনাল যে সমীকরণে আবদ্ধ

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমিফাইনাল যে সমীকরণে আবদ্ধ

সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য